Who
betrays Othello?
A
Iago
B
Cassio
C
Roderigo
D
Brabantio
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How does Hamlet die?
Created: 2 months ago
A
Stabbed with a poisoned sword
B
Drinks poison
C
Killed by Claudius’s guards
D
Commits suicide
Laertes ও Hamlet-এর দ্বন্দ্বযুদ্ধে Claudius-এর ষড়যন্ত্রে বিষ মাখানো তরবারি ব্যবহার হয়। লড়াইয়ের সময় তারা একে অপরকে আঘাত করে। বিষের কারণে Hamlet মারা যায়, কিন্তু এর আগে Claudius-কে হত্যা করে এবং তার বাবার প্রতিশোধ নেয়।

1
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 2 months ago
Who gives Macbeth the prophecy of becoming king?
Created: 2 months ago
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 2 months ago