Which poet wrote In Memoriam?
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How does Tithonus's relationship with Aurora reflect the poem’s message about time and mortality?
Created: 2 weeks ago
A
It shows that love transcends time and death
B
It highlights the tension between love and ageing
C
It illustrates how time weakens love over the years
D
It emphasizes that immortality is irrelevant to love
Tithonus কবিতায়, তিথোনাসের সম্পর্ক অরোরা (প্রভাতের দেবী) সাথে মৃত্যুর অনিবার্যতা এবং বৃদ্ধির বিরুদ্ধে তার যন্ত্রণা প্রকাশ করে। যদিও অরোরা প্রতি সকালে তাকে জীবিত দেখতে পান, তিথোনাসের শরীর ও মন ধীরে ধীরে বয়সের কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার অমরত্ব, যদিও তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তাকে এক ধরনের পাথরের মতো অবস্থানে ফেলেছে, যেখানে তার ভালোবাসার অনুভূতি ও তার শারীরিক অস্তিত্বের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে।
অরোরা তিথোনাসকে সজীব রাখলেও, তিথোনাসের হৃদয়ে উজ্জ্বলতা এবং যুবক অবস্থায় তাঁর অন্তর্নিহিত আনন্দ আর থাকছে না। এই সম্পর্কটি সময়ের অব্যাহত প্রবাহ এবং তার অমোঘ পরিবর্তনের প্রতি কবির চিন্তাভাবনা তুলে ধরে।

1
Updated: 2 weeks ago
'The old order changeth, yielding place to new'. This line is extracted from Tennyson's poem -
Created: 1 month ago
A
The Lotos-Eaters
B
Tithonus
C
Locksley Hall
D
Morte d' Arthur
The old order changeth, yielding place to new' is a quotation by - Alfred Tennyson.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা - 'Morte d Arthur' এর অন্তর্গত।
• 'Morte d Arthur':
- It is one of the most famous poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere. '
• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- Born: August 6, 1809, Somersby, Lincolnshire, England.
- Death: October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
• Best Works:
- Oenone
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam,
- Queen Mary (Comedy),
- Harold,
• অন্যদিকে, জানার সুবিধার্থে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.
Source: Britannica.com

0
Updated: 1 month ago
How does Tithonus describe himself in his old age?
Created: 1 month ago
A
As a "king of shadows"
B
As a "white-hair'd shadow"
C
As a "stone among the living"
D
As a "forgotten god"
কবিতায় টিথোনাস নিজেকে “white-hair'd shadow roaming like a dream” হিসেবে বর্ণনা করেন।
-
এই জীবন্ত ও করুণ ইমেজ তার অবস্থা সংক্ষেপে তুলে ধরে: তিনি একজন অমর, তবে বৃদ্ধ ও সঙ্কুচিত দেহে আবদ্ধ।
-
তার জীবন স্মৃতিচারণে ভরা এবং তার অমরত্বের দুর্দশা স্পষ্টভাবে প্রকাশ পায়।
-
এটি তার বৃদ্ধ দেহে বন্দি চিরস্থায়ী অস্তিত্বের করুণতাকে ফুটিয়ে তোলে।

0
Updated: 1 month ago