উচ্চারণস্থান অনুযায়ী 'চাচা' শব্দে কোন ধরনের ব্যঞ্জনধ্বনি রয়েছে?
A
ওষ্ঠ্য ব্যঞ্জন
B
তালব্য ব্যঞ্জন
C
কণ্ঠনালীয় ব্যঞ্জন
D
মূর্ধন্য ব্যঞ্জন
উত্তরের বিবরণ
তালব্য ব্যঞ্জন
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
উদাহরণ:
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা — এখানে চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনি।

0
Updated: 2 months ago
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
Created: 2 months ago
A
আদি স্বরাগম
B
অপিনিহিতি
C
অন্ত স্বরাগম
D
স্বরসংগতি
১. অপিনিহিতি (Apinihiti)
সংজ্ঞা:
-
পরের ই-কার বা উ-কারের প্রভাবে উচ্চারণের সময় শব্দের ভিতরে স্বরধ্বনি পরিবর্তিত বা আগেই উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
উদাহরণ:
-
মারি → মাইর
-
আজি → আইজ
-
সাধু → সাউধ
২. আদি স্বরাগম (Initial Vowel Insertion / Prothesis)
সংজ্ঞা:
-
শব্দের শুরুতে নতুন স্বরধ্বনি যুক্ত হওয়াকে আদি স্বরাগম বলে।
উদাহরণ:
-
স্কুল → ইস্কুল
-
স্টেশন → ইস্টিশন
৩. অন্ত্য স্বরাগম (Final Vowel Insertion / Epenthesis)
সংজ্ঞা:
-
শব্দের শেষে নতুন স্বরধ্বনি যুক্ত হওয়াকে অন্ত্য স্বরাগম বলে।
উদাহরণ:
-
দিশ্ → দিশা
-
সত্য → সত্যি
৪. স্বরসংগতি (Vowel Harmony / Svarasangati)
সংজ্ঞা:
-
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অন্য স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে স্বরসংগতি বলে।
উদাহরণ:
-
দেশি → দিশি
-
বিলাতি → বিলিতি
-
মুলা → মুলো

0
Updated: 2 months ago
'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 2 weeks ago
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
-
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]।
-
-
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]।
-

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
Created: 1 month ago
A
ক
B
য়
C
হ
D
প
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি
-
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি: হ
-
সংজ্ঞা:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়। -
উদাহরণ:
-
হাতি শব্দের ‘হ’ হলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago