Why does Laertes return to Denmark in Act IV?
A
To claim the throne
B
To avenge his father’s death
C
To rescue Ophelia
D
To help Hamlet
উত্তরের বিবরণ
Polonius-এর মৃত্যুর খবর শুনে Laertes প্রতিশোধ নিতে ফিরে আসে।

0
Updated: 2 months ago
Why does Macbeth revisit the witches?
Created: 3 weeks ago
A
To ask about Banquo’s fate
B
To challenge them to a duel
C
To gain more prophecy and security
D
To warn them about Duncan
ম্যাকবেথ আবার ডাইনিগুলির কাছে যায় ভবিষ্যৎ জানার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
তিনি ভবিষ্যতের অজানা ঘটনায় নিজেকে সুরক্ষিত করতে চায়।
এটি তার অহংকার এবং উচ্চাভিলাষকে আরও দৃঢ় করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন ভয় এবং অজ্ঞাত ভবিষ্যৎ মানুষকে অনৈতিক পথের দিকে ঠেলে দেয়।
এই পুনরাবর্তন তার পতনের সূচনা করে।

0
Updated: 3 weeks ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 3 weeks ago
A
To reward the daughter who expresses her love most convincingly
B
To avoid political conflicts
C
To give all daughters equal rights
D
To follow the nobles’ advice
লিয়ার তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবেন তার উপর ভিত্তি করে। তিনি ভেবেছিলেন, এইভাবে প্রেম ও আনুগত্যকে পুরস্কৃত করা যায়।
এটি আবেগপ্রবণ এবং যুক্তিহীন সিদ্ধান্ত। রিগান ও গনরিল মিথ্যা ভালোবাসা দেখিয়ে ক্ষমতা দখল করে। Cordelia সত্যিকারের ভালোবাসা দেখালেও সরলতার কারণে শাস্তি ভোগ করেন।
এই সিদ্ধান্ত নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজেডির সূচনা করে। শেক্সপিয়ার দেখিয়েছেন মানব দুর্বলতা ও অহংকার রাজনীতিতে কতটা বিপজ্জনক হতে পারে।

0
Updated: 3 weeks ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 2 months ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 2 months ago