A
Hamlet’s rejection and her father’s death
B
Her mother’s death
C
Political pressure from Claudius
D
The Ghost’s appearance
উত্তরের বিবরণ
Hamlet-এর অবহেলা এবং Polonius-এর মৃত্যুতে Ophelia মানসিক ভারসাম্য হারায় ও অবশেষে ডুবে মারা যায়।

2
Updated: 2 weeks ago
How does Gloucester die?
Created: 2 weeks ago
A
Killed in battle
B
Falls and dies of shock
C
Poisoned
D
Executed
King Lear-এ Gloucester তার ছেলে এডগারের প্রকৃত পরিচয় জানতে পেরে গভীর আবেগে অভিভূত হয়। দীর্ঘ সময় অন্ধত্ব, যন্ত্রণা ও প্রতারণার পর সত্য জানতে পেরে আনন্দ ও শোকে তার হৃদয় ভেঙে যায়। এই মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে সে মারা যায়, যা নাটকের পারিবারিক ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক করে তোলে।

1
Updated: 2 weeks ago
What does Ophelia do before she dies?
Created: 3 weeks ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

1
Updated: 3 weeks ago
Why does Desdemona defy her father, Brabantio?
Created: 2 weeks ago
A
To protect Cassio
B
To marry Othello
C
To escape Venice
D
To follow Iago
ডেসডিমোনা তার পিতা ব্র্যাব্যানশিওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওথেলোকে বিয়ে করে। এই কাজ তার ভালোবাসার দৃঢ়তা ও স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রকাশ করে। সে সাহসী হলেও, শেষ পর্যন্ত ঈর্ষা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়।

0
Updated: 2 weeks ago