The
Greek word “________” means “maker” and is the origin of the word poet.
A
Poetics
B
Poietes
C
Poets
D
Poetry
উত্তরের বিবরণ
Coming...
0
Updated: 5 months ago
At large means -
Created: 1 month ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:
0
Updated: 1 month ago
Pygmalion is written by -
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Charles Dickens
C
Rudyard Kipling
D
Oscar Wilde
Pygmalion হলো George Bernard Shaw রচিত পাঁচ অঙ্কের একটি রোমান্টিক নাটক। এটি প্রথমে ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় মঞ্চস্থ হয় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন। নাটকটির মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
-
লেখক: George Bernard Shaw (1856–1950), একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Shaw কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
তার সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে পরবর্তীতে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
Caesar and Cleopatra
-
The Devil’s Disciple
-
Mrs. Warren’s Profession
-
The Doctor’s Dilemma
উৎস:
0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago