A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
উত্তরের বিবরণ
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 2 months ago
Who is known as 'the poet of nature' in English literature?
Created: 2 days ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica

0
Updated: 2 days ago
The
Greek word “________” means “maker” and is the origin of the word poet.
Created: 2 months ago
A
Poetics
B
Poietes
C
Poets
D
Poetry
Coming...

0
Updated: 2 months ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 2 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 2 months ago