What is the Ghost’s main request to Hamlet?
A
To take the throne
B
To kill Claudius and avenge his death
C
To protect Gertrude
D
To leave Denmark
উত্তরের বিবরণ
ভূত Hamlet-কে জানায় Claudius তাকে হত্যা করেছে এবং প্রতিশোধ নিতে বলে, তবে মাকে আঘাত না করতে বলে।

1
Updated: 2 months ago
What is the comic subplot involving Stephano and Trinculo?
Created: 1 month ago
A
They attempt to build a new ship to escape the island.
B
They conspire with Caliban to murder Prospero and become kings of the island.
C
They try to teach Caliban how to be a "civilized" butler.
D
They fall in love with Miranda and compete for her affection.
এই প্লটলাইন নাটকের প্রধান কমেডি বা comic relief এর উৎস হিসেবে কাজ করে।
-
নাটকের শুরুতে জাহাজে দুর্ঘটনার পর মদ্যপ অবস্থায় থাকা বাটলার Stephano এবং জোকারের চরিত্র Trinculo Caliban-এর সঙ্গে দেখা করে।
-
Caliban তাদেরকে শক্তিশালী মনে করে কারণ তাদের কাছে মদ আছে, এবং সে তাদের প্রতি বিশ্বাস এবং আনুগত্য প্রদর্শন করে।
-
Caliban তাদেরকে প্রলুব্ধ করে তার প্রভু Prospero কে উৎখাত করার পরিকল্পনায় সাহায্য করতে, এবং এর মাধ্যমে নাটকের কমেডি উপকাহিনী শুরু হয়।
-
এই কমেডি সাবপ্লটের মূল হলো তাদের বোকামি এবং মদ্যপ অবস্থায় করা ভুলধামি-ভরা ষড়যন্ত্র।
-
Caliban প্রতিশ্রুতি দেয়, যদি তারা Prospero-কে হত্যা করে (বিশেষ করে দুপুরে ঘুমের সময়), তবে Stephano দ্বীপের রাজা হতে পারে এবং Miranda কে তার রানী হিসেবে পেতে পারে।
-
তাদের হত্যা পরিকল্পনা বারবার তাদের নিজের বোকামি এবং Ariel-এর জাদুকরী হস্তক্ষেপ দ্বারা ব্যর্থ হয়। Ariel তাদের সঙ্গীতের মাধ্যমে বিভ্রান্ত করে এবং যন্ত্রণায় ফেলতে থাকে, ফলে তাদের মহৎ পরিকল্পনা পুরোপুরি হাস্যকর ফার্সে পরিণত হয়।

0
Updated: 3 weeks ago
"What's done cannot be undone." — This quote is from -
Created: 1 month ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?

0
Updated: 1 month ago
Desdemona is a character in the following Shakespearean play:
Created: 2 months ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
(ক) Macbeth - King Duncan, Macbeth, Lady Macbeth, Banquo, Macduff
(খ) Othello - Othello, Desdemona, Iago, Brabantio, Cassio
(গ) Hamlet - Hamlet, Horatio, Claudius, Ophelia, Gertrude
(ঘ) King Lear - Lear, Goneril, Regan, Cordelia

1
Updated: 2 months ago