A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
উত্তরের বিবরণ
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
Who first sees the ghost of King Hamlet?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Polonius
নাটকের শুরুতে প্রহরীরা ও মার্সেলাস প্রথম ভূতকে দেখে। পরে তারা হোরাশিও ও হ্যামলেটকে জানায়। ভূতের উপস্থিতি নাটকের রহস্যময় আবহ তৈরি করে এবং প্রতিশোধমূলক কাহিনির সূচনা করে।

0
Updated: 2 weeks ago
How many plays did William Shakespeare write?
Created: 3 weeks ago
A
27
B
127
C
158
D
37
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 3 weeks ago
How does Gertrude die?
Created: 2 weeks ago
A
Stabbed
B
Poisoned by Claudius
C
Drinks poisoned wine meant for Hamlet
D
Commits suicide
দ্বন্দ্বযুদ্ধের সময় Gertrude ভুলবশত সেই মদ পান করে, যা Claudius Hamlet-কে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছিল। তার মৃত্যু নাটকের ট্র্যাজিক সমাপ্তিকে আরও করুণ করে তোলে।

1
Updated: 2 weeks ago