Why is Macduff able to kill Macbeth despite the prophecy?
A
He was “untimely ripped” from his mother
B
He came into the world by surgery
C
He did not have a natural birth
D
He was born through C-section
উত্তরের বিবরণ
ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল, “নারীর গর্ভে জন্মানো কেউ Macbeth-কে মারতে পারবে না।” Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা সাধারণ প্রসব নয়। সব অপশন একই অর্থ বহন করলেও মূল শব্দগুচ্ছ “C-section” নাটকীয়ভাবে সত্যিটা প্রকাশ করে।

1
Updated: 2 months ago
What does Polonius think is the cause of Hamlet’s madness?
Created: 2 months ago
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 2 months ago
Why does Iago want Cassio to ask Desdemona for help?
Created: 2 months ago
A
To restore Cassio’s honor
B
To make Othello jealous
C
To prove Desdemona’s kindness
D
To test Cassio’s loyalty
Iago পরিকল্পনা করে যে Cassio যদি Desdemona-র কাছে নিজের পদ ফেরানোর জন্য অনুরোধ করে, তবে Othello-র কাছে এটি প্রেমের সম্পর্ক মনে হবে। এতে ঈর্ষা ও অবিশ্বাস বাড়বে, যা Iago-র ষড়যন্ত্রকে সফল করবে।

0
Updated: 2 months ago
Somnambulism” can be related to which character?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।

0
Updated: 3 weeks ago