Why does Malcolm pretend to be more evil than Macbeth when speaking to Macduff?
A
To ensure Macduff is not working for Macbeth
B
To find out Macduff’s true motives
C
To see if Macduff values Scotland’s safety
D
To test Macduff’s loyalty
উত্তরের বিবরণ
Malcolm ইচ্ছাকৃতভাবে নিজেকে Macbeth-এর চেয়েও বেশি দুষ্ট হিসেবে উপস্থাপন করে, যাতে তিনি Macduff-এর প্রতিক্রিয়া দেখতে পারেন। তিনি দাবি করেন যে তিনি আরও খারাপ শাসক হবেন—এর মাধ্যমে Malcolm পরীক্ষা করেন Macduff সত্যিই স্কটল্যান্ডকে ভালোবাসে ও স্বৈরশাসনের বিরোধিতা করে কিনা, নাকি গোপনে Macbeth-কে সমর্থন করে।

1
Updated: 2 months ago
What type of play is Shakespeare’s "Othello"?
Created: 1 month ago
A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 1 month ago
Laertes duel with Hamlet illustrates-
Created: 1 week ago
A
That revenge is inevitable in a corrupt court
B
Hamlet's philosophical indecision versus Laertes' impulsiveness
C
The entanglement of personal vendetta with societal expectation
D
That both characters are morally equivalent in their pursuit of justice
এই দ্বন্দ্বযুদ্ধটি আসলে শুধু দুই ব্যক্তির প্রতিহিংসার লড়াই নয়, বরং একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন।
-
প্রথমত, Laertes ও Hamlet-এর মধ্যে দ্বন্দ্ব ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে শুরু হলেও তা রাজদরবারের আনুষ্ঠানিক আকারে পরিণত হয়। অর্থাৎ, ব্যক্তিগত ক্রোধ ও রাজকীয় নিয়ম একে অপরের সঙ্গে মিশে যায়, যা দেখায় কিভাবে ব্যক্তিগত আবেগ সামাজিক বা রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে ওঠে।
-
দ্বিতীয়ত, দরবারের লোকচক্ষুর আড়ালে থাকা প্রতারণা ও ষড়যন্ত্র এই ঘটনাকে আরও জটিল করে তোলে। ফেন্সিং ম্যাচের আড়ালে প্রতিশোধের ফাঁদ পাতা হয়, যা দেখায় যে সমাজে “honour” বা সামাজিক মর্যাদা রক্ষার নামে কিভাবে নৈতিকতা বিকৃত হতে পারে।
সবশেষে, এই দৃশ্যটি Shakespeare-এর সমাজচেতনার প্রতিফলন, যেখানে ব্যক্তিগত প্রতিশোধ, নৈতিক দ্বন্দ্ব এবং রাজদরবারের প্রভাব একসাথে গাঁথা থাকে। অর্থাৎ, ব্যক্তিগত ‘vendetta’ কখনোই সমাজের বাইরে নয়—এটি সবসময় সমাজ ও রাজনীতির সঙ্গে জড়িত।

0
Updated: 1 week ago
Why does Gloucester get betrayed by his illegitimate son, Edmund?
Created: 3 weeks ago
A
He envies his brother Edgar
B
He wants to punish Gloucester
C
He fears Edgar will inherit everything
D
He envies his father’s attention
এডমন্ড তার ভাই এডগারের প্রতি ঈর্ষা অনুভব করে। সে চায় সম্পদ ও মর্যাদা নিজের হাতে আসুক। সে পিতাকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে।
এটি ভাই-ভাইয়ের দ্বন্দ্ব এবং পারিবারিক বিশ্বাসঘাতকতা তুলে ধরে।
গ্লোস্টারের অবহেলা তাকে সহজভাবে প্রতারণার শিকার বানায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে ঈর্ষা ও লোভ ট্র্যাজেডির মূল উৎস হতে পারে।
এডমুন্ডের প্রতারণা নাটকের সংঘাতকে তীব্র করে।

3
Updated: 3 weeks ago