What is the purpose of Banquo’s prophecy about his descendants?
A
To create jealousy in Macbeth
B
To ensure Banquo’s name lives on
C
To suggest future kingship in his line
D
To plant rivalry between the two friends
উত্তরের বিবরণ
ডাইনিরা Banquo-কে যে ভবিষ্যদ্বাণী করে, তাতে ইঙ্গিত থাকে যে সে নিজে কখনো রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাবে। এই ভবিষ্যদ্বাণী Macbeth-এর মনে উচ্চাকাঙ্ক্ষা ও ভয়ের বীজ বপন করে, যা তার পরবর্তী অনেক কাজকে প্রভাবিত করে এবং নাটকে ভাগ্য ও স্বাধীন ইচ্ছার দ্বন্দ্বের থিমকে আরও গভীর করে।

0
Updated: 2 months ago
What role does the motif of “blood” play in the play?
Created: 2 months ago
A
It represents courage
B
It symbolizes guilt
C
It means revenge
D
It shows royal power
Macbeth-এ “রক্ত” মূলত অপরাধবোধের প্রতীক। হত্যাকাণ্ডের পর Macbeth এবং Lady Macbeth বারবার রক্তের কল্পনা করে। Lady Macbeth-এর “Out, damned spot!” সংলাপ রক্তের এই প্রতীকী অর্থকে দৃঢ় করে, যা তাদের অন্তর্দহন ও অপরাধবোধকে প্রকাশ করে।

0
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
Who is credited with the famous quote, "Fools rush in where angels fear to tread"?
Created: 2 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
John Milton
D
William Shakespeare
• "Fools rush in where angels fear to tread" অর্থাৎ যেখানে দেবদূতরাও ভয় পায়, সেখানে বোকারা তাড়াতাড়ি এগিয়ে যায়—এটি তার কাব্যিক লেখনী থেকে নেওয়া। এই উক্তি মানুষের অযথা সাহসিকতা এবং বিবেকহীন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে তুলে ধরে। এর মাধ্যমে বোঝানো হয় যে কখনও কখনও অভিজ্ঞ ও বিবেচক ব্যক্তিরাও কোনো কঠিন বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকে, কিন্তু অভিজ্ঞতা ও চিন্তার অভাবের কারণে অজ্ঞ লোকেরা ঝুঁকি নিয়ে অপ্রয়োজনীয় পথে চলে। Alexander Pope-এর সাহিত্যকর্মে এই ধরনের শিক্ষণীয় বক্তব্য পাওয়া যায়, যা মানুষের প্রকৃত বৈশিষ্ট্য এবং জীবনদর্শন সম্পর্কে গভীর উপলব্ধি প্রদান করে। অতএব, প্রশ্নের সঠিক উত্তর হলো (ক) Alexander Pope।
বিস্তারিত আলোচনা:
An Essay on Criticism:
- এটি একটি Poem.
- এটি Alexander Pope রচিত একটি শিক্ষামূলক কবিতা।
- Pope যখন মাত্র ২২ বছর তখন এই কবিতাটি রচনা করেন।
- এটি ১৭১১ সালে বেনামে প্রকাশিত হয়েছিল।
• Alexander Pope (1688-1744) একজন poet এবং satirist ছিলেন।
- তিনি সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম ছিলেন।
Some of his famous quotes:
• Fools rush in where angels fear to tread.
• A little Learning is a dangerous Thing.
• Blessed is he who expects nothing, for he shall never be disappointed.
• To err is human, to forgive, divine.
• A little learning is a dangerous thing.
• An honest man is the noblest work of God.
• The proper study of mankind is man.
• Charm strikes the sight but merit strikes the heart.
Poems:
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712-14),
- The Dunciad (1728),
- An Essay on Man (1733-34).
Source: britannica.com

0
Updated: 2 months ago