Who does Sidney mention as an example of a bad poet?
A
Aristotle
B
Chaucer
C
Xenophon
D
Modern English playwrights
উত্তরের বিবরণ
Sidney সমসাময়িক ইংরেজ নাট্যকারদের উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যাদের নাটকগুলি তিনি "খারাপ কবিতা" বা নিম্নমানের বলে মনে করেন। তিনি বলেন, এদের নাটকে ট্র্যাজেডি ও কমেডির যথাযথ সংমিশ্রণ নেই, নীতিশিক্ষাও নেই, এবং তারা দর্শকদের চরিত্র গঠনের বদলে কেবল বিনোদনের দিকে মনোযোগ দেয়। এজন্যই Sidney এদের ভালো কবি বা নাট্যকার বলে মনে করেন না।

0
Updated: 4 months ago
The metaphorical line "Life is but a walking shadow" is taken from which play?
Created: 1 month ago
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
King Lear
“Life is but a walking shadow” লাইনটি William Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
নাটক: Macbeth
-
লেখক: William Shakespeare
-
রচনা সময়: ১৬০৬ (প্রকাশ: ১৬২৩)
-
অর্থ: জীবনের ক্ষণস্থায়ীতা, অস্থায়িত্ব ও অর্থহীনতা—জীবন কেবল অল্প সময়ের জন্য থাকা একটি ছায়ার মতো।
-
এই লাইনটি নাটকের Act V, Scene 1-এ উচ্চারিত হয়।
মূল চরিত্র:
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is a tale told by an idiot.”
-
“What’s done cannot be undone.”
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পদবী: English poet, dramatist, actor
-
পরিচিতি: Bard of Avon, Swan of Avon
উত্তর: Macbeth

0
Updated: 1 month ago
'Man and Superman' is written by:
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Samuel Beckett
C
Oscar Wilde
D
Bertrand Russell
‘Man and Superman’ নাটকটির লেখক হলেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯০৩
-
ধরণ: Philosophical Comedy / Drama
-
বিষয়বস্তু: মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম, বিবাহ এবং সামাজিক বাধা; মানুষের উচ্চতর আদর্শ ও নৈতিকতা
-
বিখ্যাত অংশ: Don Juan in Hell — যেখানে Shaw আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন
George Bernard Shaw (1856–1950):
-
Irish playwright, critic, এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ
-
সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত (১৯২৫)
-
নাটকগুলোতে সামাজিক অবিচার, রাজনীতি ও ধর্মীয় দ্বন্দ্বের সমালোচনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়
বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Saint Joan
-
Major Barbara
-
Arms and the Man
উত্তর: George Bernard Shaw

0
Updated: 1 month ago
Which period is known as "The golden age of English literature?
Created: 1 month ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago