Sidney
says poetry is an art of ________ that teaches and delights.
A
Assumption
B
Determination
C
Imagination
D
None of them
উত্তরের বিবরণ
Coming...
0
Updated: 5 months ago
Which of the following is an unfinished work of William Shakespeare?
Created: 2 months ago
A
The Taming of the Shrew
B
Timon of Athens
C
Venus and Adonis
D
The Tempest
Timon of Athens (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Unfinished Tragedy
-
লিখিতকাল: আনুমানিক ১৬০৫–০৮
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
বিশেষত্ব:
-
সম্ভবত কিছু অংশ ইংরেজ নাট্যকার Thomas Middleton দ্বারা লেখা।
-
Shakespeare-এর late experimental period-এর অংশ; নতুন ধরনের tragic form অন্বেষণ।
-
মূল ভাব: “You can't buy friendship.”
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
0
Updated: 2 months ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 2 months ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com
0
Updated: 2 months ago
Who were the key leaders of the Reformation Movement?
Created: 2 months ago
A
Martin Luther and William Shakespeare
B
John Calvin and King Henry VIII
C
John Wycliffe and Pope Leo X
D
Martin Luther and John Calvin
সংস্কার আন্দোলন (Reformation Movement) – ১৬শ শতক
-
সংস্কার আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আন্দোলন, যা ১৬শ শতকে ইউরোপে সংঘটিত হয়। এটি শুরু হয়েছিল রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
-
এর মূল উদ্দেশ্য ছিল ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্ত ধর্মীয় প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং খ্রিস্টধর্মে সংস্কার আনা।
-
এই আন্দোলনের প্রধান দুই নেতা ছিলেন মার্টিন লুথার (Martin Luther) এবং জন ক্যালভিন (John Calvin)।
-
সংস্কার আন্দোলনের প্রভাবে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর পরিবর্তন ঘটে।
-
এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল প্রোটেস্ট্যান্টিজমের (Protestantism) উদ্ভব, যা পরে খ্রিস্টধর্মের তিনটি প্রধান শাখার একটি হয়ে ওঠে।
📖 সূত্র: ব্রিটানিকা
0
Updated: 2 months ago