Why is the Porter scene placed after Duncan’s murder?
A
To add irony to the murder
B
To mark the castle as a place of sin
C
To compare Macbeth’s castle to hell
D
To symbolically open the gates of hell
উত্তরের বিবরণ
Porter মজার ছলে নিজেকে নরকের প্রহরী বলে, যা প্রতীকীভাবে Macbeth-এর দুর্গকে নরকের রূপ দেয়। অন্য বিকল্পগুলোও কাছাকাছি হলেও মূল বিষয় হলো দুর্গকে সরাসরি নরকের সঙ্গে তুলনা করা।

0
Updated: 2 months ago
What role does music often play in The Tempest?
Created: 2 months ago
A
Causes fear
B
Symbol of magic and harmony
C
Tool for revenge
D
Sign of war
নাটকে সংগীত এক শক্তিশালী প্রতীক। Ariel প্রায়ই গান গেয়ে চরিত্রদের বিভ্রান্ত, শান্ত বা প্রলুব্ধ করে। সংগীত জাদুর প্রতীক এবং প্রকৃতির সঙ্গে ঐক্য প্রকাশ করে। এটি নাটকের জাদুকরী আবহ তৈরি করে এবং থিমকে গভীর করে তোলে।

3
Updated: 2 months ago
Who imprisons Ariel before Prospero frees him?
Created: 2 months ago
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।

1
Updated: 2 months ago
Somnambulism” can be related to which character?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।

0
Updated: 3 weeks ago