A
He feels loyalty to Duncan
B
He knows Duncan trusts him
C
He thinks of the consequences after death
D
He fears moral judgment
উত্তরের বিবরণ
Macbeth জানে, Duncan একজন সদয় ও বিশ্বাসী রাজা। তাকে হত্যা করা নৈতিকভাবে ভুল। যদিও অন্য অপশনগুলো সত্য, মূল কারণ ছিল নৈতিক বিচারের ভয়, যা পরে Lady Macbeth-এর প্রভাবে দূর হয়।

0
Updated: 2 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 3 weeks ago
Who kills Macbeth in the end?
Created: 3 weeks ago
A
Duncan
B
Banquo
C
Macduff
D
Malcolm
Macduff kills Macbeth because he wants to restore justice and the throne.
উইলিয়াম শেক্সপিয়রের "Macbeth" নাটকে, শেষ দৃশ্যে Macduff রাজা ম্যাকবেথকে হত্যা করে।
ম্যাকবেথ অনেক খুন ও ষড়যন্ত্র করে অবৈধভাবে রাজা হয়েছিলেন। তার অত্যাচারে স্কটল্যান্ডে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।
Macduff ছিলেন এক সৎ ও সাহসী ব্যক্তি। তিনি জানতেন যে ম্যাকবেথ একজন অত্যাচারী ও বেআইনিভাবে সিংহাসনে বসেছেন। তাই ইংল্যান্ডে গিয়ে Malcolm (সত্যিকার উত্তরাধিকারী রাজপুত্র)-এর সাথে মিলে তিনি ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
যুদ্ধের শেষে Macduff, যিনি “not born of woman” (কারণ তিনি সিজারিয়ান পদ্ধতিতে জন্মগ্রহণ করেন) — ম্যাকবেথকে হত্যা করেন। এই ভবিষ্যদ্বাণী পূরণ হয় যে, “no man born of woman shall harm Macbeth” — যার অর্থ এমন কেউই ম্যাকবেথকে মারতে পারবে না যে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু Macduff ছিল এই ব্যতিক্রম।

0
Updated: 3 weeks ago
What is Lady Macbeth’s main tactic to persuade Macbeth to kill Duncan?
Created: 2 weeks ago
A
She offers him wealth
B
She promises secrecy
C
She questions his manhood
D
She bribes the guards
Lady Macbeth Macbeth-এর সাহস ও পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, বলে যে যদি সে রাজা হতে চায় তবে তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই মানসিক চাপ Macbeth-কে Duncan হত্যায় রাজি করায়।

0
Updated: 2 weeks ago