Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
উত্তরের বিবরণ
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

1
Updated: 2 months ago
'Macbeth' is a _________ play written by William Shakespeare.
Created: 3 weeks ago
A
tragedy
B
comedy
C
historical
D
romantic
Macbeth হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি নাটক, যা পাঁচ অঙ্কে বিভক্ত। এটি ১৬০৬–০৭ সালের মধ্যে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়। শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত। নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan-এর হত্যা এবং তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনীর কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে রাজা King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
একবার ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক হত্যাকাণ্ড চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়।
-
নাটকটি দেখায়, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
কিছু প্রসিদ্ধ উক্তি:
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা
-
লেখা: মোট ১৫৪টি Sonnet এবং ৩৭টি নাটক, এছাড়া Long narrative poems
-
ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুজন তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার মনে করে
বিশিষ্ট রচনা:
Tragedy
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timon of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical play
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
উৎস:

0
Updated: 3 weeks ago
In Hamlet, who is Ophelia’s brother?
Created: 2 months ago
A
Laertes
B
Polonius
C
Claudius
D
Horatio

0
Updated: 2 months ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:

0
Updated: 3 weeks ago