A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
উত্তরের বিবরণ
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

0
Updated: 2 weeks ago
Which character warns Lear that he is “mad” to give away his crown so early?
Created: 2 weeks ago
A
Fool
B
Kent
C
Albany
D
Gloucester
প্রথম অঙ্কে Kent সাহস করে Lear-কে সতর্ক করে যে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়া বোকামি। এর ফলে Kent নির্বাসিত হয়।

0
Updated: 2 weeks ago
How does Hamlet die?
Created: 2 weeks ago
A
Poisoned sword
B
Hanging
C
Drowning
D
Arrow wound
লায়ার্টিসের সাথে দ্বন্দ্বযুদ্ধে হ্যামলেট বিষমাখা তলোয়ারের আঘাতে আহত হয়। এই বিষাক্ত অস্ত্র ক্লডিয়াস ও লায়ার্টিসের ষড়যন্ত্রের অংশ ছিল। শেষ মুহূর্তে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ সম্পূর্ণ করে।

0
Updated: 2 weeks ago
What happens to Lear at the end of the play?
Created: 3 weeks ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।

1
Updated: 3 weeks ago