Which character warns Lear that he is “mad” to give away his crown so early?
A
Fool
B
Kent
C
Albany
D
Gloucester
উত্তরের বিবরণ
প্রথম অঙ্কে Kent সাহস করে Lear-কে সতর্ক করে যে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়া বোকামি। এর ফলে Kent নির্বাসিত হয়।

1
Updated: 2 months ago
Which of these meters is used in Shakespearean drama?
Created: 2 months ago
A
Trochaic Tetrameter
B
Dactylic Trimeter
C
Iambic Pentameter
D
Anapestic Dimeter

0
Updated: 2 months ago
Who says the line “O brave new world, That has such people in’t”?
Created: 2 months ago
A
Ariel
B
Miranda
C
Prospero
D
Ferdinand
Miranda প্রথমবার অন্য মানুষদের দেখে আনন্দে এই উক্তিটি করে। তার নির্দোষ দৃষ্টিতে পৃথিবী নতুন ও সুন্দর মনে হয়। এই উক্তি মানবতার প্রতি আশাবাদ প্রকাশ করে এবং নাটকের শেষে পুনর্মিলন ও নতুন সূচনার প্রতীক হয়ে ওঠে।

4
Updated: 2 months ago
What is the significance of Ophelia’s madness?
Created: 3 weeks ago
A
It is caused solely by Hamlet’s harsh words
B
It shows the impact of romantic heartbreak
C
It reflects the moral and political decay of Elsinore
D
It serves as comic relief in a tragic story
অফেলিয়ার পাগলামি শুধুমাত্র ব্যক্তিগত দুঃখ নয়, এটি রাজপ্রাসাদের নৈতিক ও রাজনৈতিক অবক্ষয়কেও প্রতিফলিত করে। পিতার মৃত্যু, হ্যামলেটের আচরণ এবং প্রাসাদের কুশাসনের কারণে তার মনোবল ভেঙে পড়ে।
তার গান, কথার বিভ্রান্তি এবং আচরণ নাটকের সামগ্রিক বিশৃঙ্খলাকে প্রতিফলিত করে।তার পাগলামি সমাজের অসঙ্গতি ও নৈতিক অবক্ষয় প্রকাশ করে। নাটকে এটি রাজনৈতিক ও ব্যক্তিগত সংঘাতের মধ্যে সম্পর্ক দেখায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে রাজ্য ও ব্যক্তিগত জীবনের অশান্তি একে অপরকে প্রভাবিত করে। আফেলিয়ার মৃত্যু এবং মানসিক অবস্থা ট্র্যাজেডি এবং নাটকের গভীরতা বাড়ায়।অতএব, আফেলিয়ার পাগলামি কেবল ব্যক্তিগত দুঃখ নয়, বরং পুরো প্রাসাদের ধ্বংস এবং অনৈতিকতার প্রতীক।

1
Updated: 3 weeks ago