A
Fool
B
Kent
C
Albany
D
Gloucester
উত্তরের বিবরণ
প্রথম অঙ্কে Kent সাহস করে Lear-কে সতর্ক করে যে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়া বোকামি। এর ফলে Kent নির্বাসিত হয়।

0
Updated: 2 weeks ago
How does Hamlet escape from the ship to England?
Created: 2 weeks ago
A
He bribes the captain
B
He swims to shore
C
Pirates attack and free him
D
He is rescued by Horatio
ইংল্যান্ডে যাওয়ার পথে জলদস্যুরা Hamlet-এর জাহাজ আক্রমণ করে। আশ্চর্যজনকভাবে তারা Hamlet-কে ক্ষতি না করে ডেনমার্কে ফিরিয়ে দেয়। এই ঘটনাই Hamlet-কে Claudius-এর ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে প্রতিশোধের সুযোগ দেয়।

0
Updated: 2 weeks ago
Who first sees the ghost of King Hamlet?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Polonius
নাটকের শুরুতে প্রহরীরা ও মার্সেলাস প্রথম ভূতকে দেখে। পরে তারা হোরাশিও ও হ্যামলেটকে জানায়। ভূতের উপস্থিতি নাটকের রহস্যময় আবহ তৈরি করে এবং প্রতিশোধমূলক কাহিনির সূচনা করে।

0
Updated: 2 weeks ago
What social issue is highlighted through Othello’s identity as a Moor?
Created: 2 weeks ago
A
Poverty
B
Racism
C
Religion
D
War
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 2 weeks ago