“How sharper than a serpent’s tooth it is to have a thankless child!” — কে কাকে বলেছেন?
A
Lear to Goneril
B
Lear to Regan
C
Gloucester to Edmund
D
Albany to Goneril
উত্তরের বিবরণ
Lear এই কথা Goneril-কে বলেন, যখন সে তার নাইটদের সংখ্যা কমিয়ে দেয়। অকৃতজ্ঞ সন্তানের যন্ত্রণা সাপের কামড়ের চেয়েও বেশি কষ্টদায়ক —এর মধ্য দিয়ে Lear এর দুঃখ ও ক্রোধ প্রকাশ পায়।

0
Updated: 2 months ago
What title does Macbeth hold before becoming king?
Created: 2 months ago
A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।

0
Updated: 2 months ago
How does Othello kill Desdemona?
Created: 2 months ago
A
Poison
B
Stabbing
C
Strangling
D
Throwing her into the sea
Othello বিছানায় Desdemona-কে শ্বাসরোধ করে হত্যা করে। Iago-র মিথ্যা অভিযোগে প্ররোচিত হয়ে সে মনে করে Desdemona Cassio-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও এটি সম্পূর্ণ মিথ্যা।

1
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 2 months ago