“I am a man more sinned against than sinning.” — কে বলেছেন?
A
Gloucester
B
Lear
C
Kent
D
Albany
উত্তরের বিবরণ
Lear ঝড়ের মধ্যে এই কথা বলে বোঝান যে, তিনি যতটা অন্যায় করেছেন, তার চেয়ে বেশি অন্যায়ের শিকার হয়েছেন। এটি তার আত্মদুঃখ ও অন্যদের বিশ্বাসঘাতকতার প্রতিফলন।

1
Updated: 2 months ago
What message does Fortinbras’s success convey at the end?
Created: 2 months ago
A
Revenge leads to glory
B
Decisive action prevails over hesitation
C
Politics is superior to war
D
Alliances are most important
Fortinbras বিনা দ্বিধায় তার লক্ষ্য পূরণ করে এবং ডেনমার্কের সিংহাসন দখল করে। এটি Hamlet-এর দীর্ঘসূত্রিতা ও দ্বিধার বিপরীতে দাঁড়ায়, বোঝায় যে দ্রুত সিদ্ধান্ত ও দৃঢ়তা প্রায়ই সাফল্যের চাবিকাঠি।

3
Updated: 2 months ago
Which character is banished by Lear at the beginning of the play for defending Cordelia?
Created: 3 weeks ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Gloucester
D
The Earl of Kent
When Lear disowns Cordelia কারণ সে সৎ কিন্তু সরল উত্তর দেয়, তখন তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, Earl of Kent, speaks up against the King's rashness এবং injustice. Lear এই চ্যালেঞ্জে ক্ষিপ্ত হয়ে Kent-কে রাজ্য থেকে banish করে।
-
Lear Cordelia-এর প্রতি তার সততা বুঝতে ব্যর্থ হয়।
-
Kent তার রাজ্যের প্রতি দায়িত্ববোধ এবং নিষ্ঠা দেখিয়ে রাজাকে সতর্ক করে।
-
Lear-এর গর্জন ও রোষ Kent-এর জন্য পরিণতি হিসেবে নির্বাসন আনে।

0
Updated: 3 weeks ago
Why does Prospero cherish Miranda above all else?
Created: 2 months ago
A
She is his only child
B
She is a loyal servant
C
She helps in magic
D
She rules the island
Miranda Prospero-র একমাত্র সন্তান। তার মায়ের মৃত্যু হয়েছে, তাই Prospero তার সমস্ত ভালোবাসা ও যত্ন মেয়ের ওপর ঢেলে দেয়। Miranda-কে কেন্দ্র করেই Prospero জীবনের আশা, ভবিষ্যৎ ও পুনর্জীবনের প্রতীক খুঁজে পায়। তাই তিনি সর্বদা তাকে রক্ষা ও স্নেহ করেন।

1
Updated: 2 months ago