“Nothing will come of nothing.” — এই লাইনটি কে বলেছেন?
A
Lear to Cordelia
B
Lear to Kent
C
Cordelia to Lear
D
Gloucester to Edmund
উত্তরের বিবরণ
Lear এই কথা Cordelia-কে প্রথম অঙ্কে ভালোবাসার পরীক্ষার সময় বলেন। তিনি বোঝাতে চান, যদি Cordelia কিছু না বলে, তবে সে কিছুই পাবে না। এটি নাটকের স্বার্থপরতা ও অহংকারের সূচনা মুহূর্ত।

1
Updated: 2 months ago
Before Prospero's arrival, who imprisoned the spirit Ariel in a cloven pine?
Created: 1 month ago
A
Caliban
B
The goddess Diana
C
The witch Sycorax
D
Alonso, King of Naples
• Act 1, Scene 2-এ প্রসপেরো অ্যারিয়েলকে তার অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যাতে সে তার আদেশ মানে। তিনি বর্ণনা করেন কীভাবে "দূষিত জাদুকরী সাইকোর্যাক্স," যিনি কালিবানের মা এবং দ্বীপের পূর্ববর্তী শাসক ছিলেন, অ্যারিয়েলকে একটি "দ্বিখণ্ডিত পাইন" গাছের মধ্যে বন্দী করেছিলেন।
সাইকোর্যাক্স অ্যারিয়েলকে শাস্তি দিয়েছিলেন কারণ সে একটি আত্মা হিসেবে তার "মাটির ও ঘৃণ্য আদেশ" পালন করার জন্য "অত্যন্ত সূক্ষ্ম" ছিল। প্রসপেরোই শেষ পর্যন্ত অ্যারিয়েলকে খুঁজে বের করেন এবং গাছ থেকে মুক্তি দেন, যার কারণে অ্যারিয়েল এখন প্রসপেরোর আদেশ মানতে বাধ্য।

0
Updated: 3 weeks ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 2 months ago
A
To reward them for their loyalty
B
To avoid future conflict after his death
C
To test their love for him in public
D
To follow ancient custom
প্রথম অঙ্কে Lear সিদ্ধান্ত নেয় রাজ্য ভাগ করে দেবে সেই কন্যাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবে। এই প্রকাশ্য ভালোবাসা পরীক্ষা তার অহং তুষ্ট করার জন্য ছিল, কিন্তু Cordelia সত্য উত্তর দেওয়ায় ঘটনাপ্রবাহ করুণ দিকে মোড় নেয়।

2
Updated: 2 months ago
What happens to Lear at the end of the play?
Created: 2 months ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।

2
Updated: 2 months ago