A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
উত্তরের বিবরণ
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 2 months ago
Which of the following lines from Macbeth is in iambic pentameter?
Created: 12 hours ago
A
"Double, double toil and trouble"
B
"Is this a dagger which I see before me?"
C
"Out, damned spot! Out, I say!"
D
"Fair is foul, and foul is fair"

0
Updated: 12 hours ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 2 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

0
Updated: 2 months ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 3 days ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 3 days ago