A
As a spirit from heaven
B
As a loyal servant
C
As his “best soldier”
D
As a stranger
উত্তরের বিবরণ
Cordelia-র সেবায় জেগে Lear মনে করে যেন স্বর্গদূত তাকে সেবা করছে। এতে তার কৃতজ্ঞতা ও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।

0
Updated: 2 weeks ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 3 days ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 3 days ago
Shakespeare's creation Twelfth Night is a/an -
Created: 3 weeks ago
A
Comedy
B
Tragedy
C
Historical play
D
Narrative poem
Shakespeare's "Twelfth Night" একটি কমেডি নাটক।
• Twelfth Night:
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Viola এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে।
- এটি এই কমেডির কেন্দ্রীয় নারী চরিত্র।
- নাটকের শুরুতে তাকে পুরুষের ছদ্মবেশে দেখতে পাওয়া যায়।
- শেক্সপিয়ারের অন্যসব কমেডির হিরোইনদের মত "Viola" কেও লেখক সুন্দর এবং বুদ্ধিদৃপ্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছে।
• Shakespeare:
- জন্মস্থান Stratford upon Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.com

0
Updated: 3 weeks ago
Who is the last character to die in the play?
Created: 6 days ago
A
Claudius
B
Gertrude
C
Laertes
D
Hamlet
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
William Shakespeare (1564-1616)
No subjects available.
The final scene of Hamlet ends with a duel that causes the deaths of the main characters in rapid succession. The order of deaths is:
-
Gertrude: She unknowingly drinks from a poisoned cup intended for Hamlet by Claudius.
-
Laertes: He is wounded by his own poisoned sword during the duel with Hamlet. Before dying, he reveals Claudius’s plot.
-
Claudius: Upon realizing the truth, Hamlet stabs Claudius with the poisoned sword and forces him to drink the rest of the poisoned wine.
-
Hamlet: Struck by Laertes's poisoned blade, Hamlet dies last, ensuring Claudius is dead and asking Horatio to tell his story.
-
Key point: Hamlet is the last to die in the final scene.

0
Updated: 6 days ago