Why does Albany turn against Goneril and Regan?
A
They insult him publicly
B
They mistreat Lear and commit unjust acts
C
They fail to win the war against France
D
They support Edmund over him
উত্তরের বিবরণ
Albany প্রথমে নীরব থাকলেও পরে Goneril ও Regan এর নিষ্ঠুরতা দেখে Lear-এর পক্ষে দাঁড়ায় এবং ন্যায়বিচারের আহ্বান জানায়।

1
Updated: 2 months ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 months ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

1
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
The Tempest is commonly considered Shakespeare’s -
Created: 3 weeks ago
A
First play
B
Swan song
C
Earliest comedy
D
Latest history play
The Tempest সাধারণভাবে Shakespeare-এর “swan song” বা শেষ রচনা হিসেবে বিবেচিত।
-
কিছু পণ্ডিত মনে করেন এটি Shakespeare-এর থিয়েটারের প্রতি বিদায়বাণী হিসেবে লেখা।
-
নাটকে বিদায়, সমাপ্তি, ক্ষমা, পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচারের থিম প্রধান।
-
পাঁচ অঙ্কের এই নাটকটি প্রায় ১৬১১ সালে লেখা ও অভিনয় শুরু হয়।
-
প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio-তে।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – ভালো চরিত্র)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Villain / Duke-এর ভাই)
-
Ferdinand (Hero)
-
Gonzalo
কিছু বিখ্যাত উক্তি:
-
Misery acquaints a man with strange bed-fellows.
-
What's past is prologue.
-
How beauteous mankind is! O brave new world, That has such people in 't!
-
We are such stuff As dreams are made on, and our little life Is rounded with a sleep.
William Shakespeare (1564–1616)
-
Shakespeare ছিলেন কবি, নাট্যকার এবং অভিনেতা, যাকে ইংল্যান্ডের “জাতীয় কবি” হিসেবে মানা হয়।
-
তার লেখা বিশ্বসেরা নাটকগুলোর মধ্যে অন্যতম।
-
তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা এবং কাব্যিক শক্তি তার লেখায় স্পষ্ট।
-
ভাষা, শব্দ ও চিত্র ব্যবহারে তিনি অসাধারণ, যা পাঠক ও দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
-
নাট্য মঞ্চে তার সৃষ্টি জীবন্ত চরিত্রে রূপ নেয়, দর্শককে সহানুভূতি ও সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয়।
প্রখ্যাত নাটকসমূহ:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1, 2 & 3
-
Henry VIII
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Othello
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest

0
Updated: 3 weeks ago