What role does the Fool play in Lear’s journey?
A
He entertains Lear only
B
He warns Lear with truth disguised as jokes
C
He helps Lear plan revenge
D
He reports to Cordelia
উত্তরের বিবরণ
Fool রসিকতা ও ধাঁধার মাধ্যমে Lear-কে বাস্তবতার মুখোমুখি করায়। সে সাহস করে রাজাকে ভুলের কথা বলে, যা নাটকে জ্ঞান ও পাগলামির সীমা অস্পষ্ট করে।

2
Updated: 2 months ago
Who kills Roderigo?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Iago
D
Gratiano
Cassio-কে হত্যার ব্যর্থ চেষ্টার পর Roderigo আহত অবস্থায় থাকে। Iago তার ষড়যন্ত্র গোপন রাখতে Roderigo-কে ছুরি মেরে হত্যা করে, যাতে কেউ তার প্রকৃত পরিকল্পনা ফাঁস না করতে পারে।

1
Updated: 2 months ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:

0
Updated: 3 weeks ago
Why does Macbeth order the murder of Banquo?
Created: 3 weeks ago
A
To avenge Duncan
B
To prevent Banquo’s descendants from taking the throne
C
To show loyalty to Lady Macbeth
D
To satisfy the witches directly
ম্যাকবেথ বানকোর হত্যা পরিকল্পনা করেন কারণ ভবিষ্যদ্বাণী বলেছে বানকোর বংশধররা রাজ্য দখল করবে।
তার উচ্চাভিলাষ এবং অনিশ্চয়তা তাকে হত্যার পথে ঠেলে।
এটি তার অহংকার এবং ভবিষ্যৎ নিয়ে ভয় প্রকাশ করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন ভয় এবং উচ্চাভিলাষ মানুষকে নৈতিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে।
এই হত্যাকাণ্ড নাটকের ট্র্যাজিক ঘটনাবলীর মূল কারণ।

0
Updated: 3 weeks ago