Why does Lady Macbeth call upon the spirits to “unsex” her?
A
To replace compassion with cruelty
B
To remove kindness and pity
C
To be strong enough for murder
D
To suppress her feminine nature
উত্তরের বিবরণ
Lady Macbeth আত্মাকে আহ্বান করে যেন তার ভেতরের কোমলতা মুছে গিয়ে নির্মমতা আসে। যদিও সব অপশন একই রকম মনে হয়, সঠিক উত্তরে মূল বিষয় “দয়া ও করুণা” মুছে ফেলা, যা তাকে হত্যার জন্য মানসিকভাবে প্রস্তুত করে।

0
Updated: 2 months ago
Why does Desdemona plead for Cassio’s reinstatement?
Created: 2 months ago
A
Cassio is her cousin
B
Cassio is innocent
C
Cassio saved her life
D
Cassio loves her
Desdemona বিশ্বাস করে Cassio অন্যায়ভাবে অপসারিত হয়েছে এবং তার পদ পুনরুদ্ধার করা উচিত। সে নির্দোষ বন্ধুকে সাহায্য করতে চায়, কিন্তু এই নির্দোষ প্রচেষ্টা Othello-র চোখে অবিশ্বাস ও সন্দেহ তৈরি করে।

0
Updated: 2 months ago
Who kills Polonius?
Created: 2 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 months ago
Othello is a Shakespeare's play about-
Created: 2 months ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উইলিয়াম শেক্সপিয়ারের “Othello” নাটক
“Othello” একটি ট্র্যাজেডি ধরণের নাটক। এটি একটি মুর (অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত) ভেনিস সেনার জেনারেল Othello-কে কেন্দ্র করে লেখা হয়েছে। তার স্ত্রীর নাম Desdemona, যিনি একজন ভেনিশিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি Brabantio-র কন্যা।
▪ মূল থিম:
নাটকটির মূল বিষয় হলো — ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ঈর্ষা।
▪ গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Othello – নাটকের নায়ক, ভেনিসের মুর জেনারেল।
-
Desdemona – ওথেলোর স্ত্রী এবং ব্রাবানশিও-র মেয়ে।
-
Iago – নাটকের খলনায়ক (villain), ওথেলোর সঙ্গী এবং বিশ্বাসঘাতক।
-
Cassio – ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট।
-
Emilia – ইয়াগোর স্ত্রী এবং দেশডিমোনার সহচরী।
-
Brabantio – দেশডিমোনার বাবা, একজন সেনেটর।
-
Roderigo – এক ধনী ভেনিশিয়ান, যিনি দেশডিমোনাকে ভালোবাসেন।
-
Duke of Venice – ভেনিস শহরের রাজনৈতিক ও সামরিক প্রধান।
▪ নাটকের মূল ঘটনা
Iago খুব ধূর্তভাবে Othello-কে বোঝায় যে তার স্ত্রী Desdemona নাকি Cassio-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
এই মিথ্যা কথায় বিশ্বাস করে Othello এতটাই ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে যে, সে Desdemona-কে হত্যা করে। পরে যখন সত্য প্রকাশ পায়, তখন Othello অনুতপ্ত হয়ে নিজেই আত্মহত্যা করে। শেষে Iago-র ষড়যন্ত্র সকলের সামনে চলে আসে।
▪ একটি মানসিক রোগের নাম এই নাটকের চরিত্র Othello-র নাম অনুসারে রাখা হয়েছে:
এই রোগের নাম Othello Syndrome, যেখানে কেউ তার সঙ্গীর প্রতি অকারণে অতিরিক্ত সন্দেহ পোষণ করে।
▪ বিখ্যাত কিছু উক্তি
-
“She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
(সে আমাকে ভালোবেসেছিল আমার বিপদের জন্য, আর আমি তাকে ভালোবেসেছিলাম কারণ সে আমার জন্য সহানুভূতি দেখিয়েছিল।) -
“O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
(হে প্রভু, ঈর্ষা থেকে সাবধান! এটি একসবুজ চোখের দানব, যা নিজেরই শিকারকে নিয়ে উপহাস করে।) -
“I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
(তোমাকে চুমু খেয়েছিলাম তোমাকে মারার আগে, আর এখন চুমুর মধ্য দিয়েই নিজেকে শেষ করলাম।) -
“Then must you speak Of one that loved not wisely but too well.”
(তখন তোমাকে বলতে হবে, সে ভালোবাসতে জানতো না বুদ্ধিমানের মতো, বরং অতিরিক্ত ভালোবেসেছিল।)Source: Britannica and SparkNotes.

0
Updated: 2 months ago