What does Macbeth’s initial reaction to the witches’ prophecy reveal?
A
His hidden desire for power
B
His curiosity about becoming king
C
His readiness to act on ambition
D
His surprise at their knowledge
উত্তরের বিবরণ
ভবিষ্যদ্বাণী শুনে Macbeth প্রথমে চমকে ওঠে, পরে চিন্তায় মগ্ন হয়। এই আচরণে বোঝা যায়, রাজা হওয়ার বাসনা আগে থেকেই ছিল, যদিও তা গোপন ছিল। অন্য অপশনগুলো সম্ভবপর হলেও, মূলত এটি লুকানো ক্ষমতালিপ্সার প্রকাশ।

2
Updated: 2 months ago
Why does Hamlet kill Polonius?
Created: 2 months ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 2 months ago
In which year was William Shakespeare born?
Created: 2 months ago
A
1554
B
1564
C
1574
D
1544
William Shakespeare
He was an English dramatist and poet of the sixteenth century.
William Shakespeare was born on 23 April 1564 AD at Stratford-upon-Avon.
- Shakespeare died on 23 April 1616 AD.
• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলোTragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।

1
Updated: 2 months ago
Polonius believes that the cause of Hamlet's madness is...
Created: 3 weeks ago
A
Grief over his father's death.
B
His ambition for the crown.
C
His rejected love for Ophelia.
D
His discovery of Claudius's crime.
পোলোনিয়াস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হ্যামলেটের অস্বাভাবিক আচরণের মূল কারণ হলো ওফেলিয়ার অপ্রত্যুত্তরিত ভালোবাসা। তিনি কন্যাকে নির্দেশ দেন যেন হ্যামলেটের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার পাঠানো চিঠি ফেরত দেয়।
এর পর হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি সরাসরি এই প্রত্যাখ্যানের ফল হিসেবে দেখেন। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রাজা ক্লডিয়াস ও রানি গারট্রুডের কাছে নিজের এই ধারণা তুলে ধরেন এবং জানান যে ওফেলিয়ার অস্বীকৃতিই হ্যামলেটকে উন্মাদ করেছে।
-
পোলোনিয়াসের ধারণা: হ্যামলেটের পাগলামির কারণ ওফেলিয়ার প্রত্যাখ্যান।
-
ওফেলিয়াকে নির্দেশ: হ্যামলেটের প্রস্তাব ফিরিয়ে দিতে ও তার চিঠি ফেরত দিতে বলা হয়।
-
পরিণতি ব্যাখ্যা: হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি প্রেমে ব্যর্থতার ফল মনে করেন।
-
রাজদ্বারে উপস্থাপন: ক্লডিয়াস ও গারট্রুডকে দৃঢ়ভাবে বলেন যে এই অস্বীকৃতিই হ্যামলেটকে পাগল করেছে।

0
Updated: 3 weeks ago