Why do the witches greet Macbeth with three different titles in Act I?
A
To highlight his past, present, and future status
B
To show his political importance at different times
C
To prepare him for his destined kingship
D
To link him to Banquo’s fate
উত্তরের বিবরণ
ডাইনিরা “Thane of Glamis,” “Thane of Cawdor,” ও “King hereafter” বলে Macbeth-এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে তুলে ধরে। এটি তার উত্থান ও পতনের ইঙ্গিত দেয়। অন্য বিকল্পগুলো আংশিক সত্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সময়ের ধারাবাহিকতায় তার পরিচয় প্রকাশ করা।

1
Updated: 2 months ago
Who kills Polonius?
Created: 2 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 months ago
Who kills Cornwall?
Created: 2 months ago
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

3
Updated: 2 months ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 1 month ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 1 month ago