What is the significance of Lear carrying Cordelia’s body in the final scene?
A
It symbolizes the defeat of evil.
B
It shows Lear’s recognition of true love and loss.
C
It proves Lear’s innocence.
D
It marks the restoration of order in the kingdom.
উত্তরের বিবরণ
শেষ দৃশ্যে Lear, Cordelia-র মৃতদেহ কোলে নিয়ে আসে এবং গভীর শোকে ভেঙে পড়ে। এতে সে বুঝতে পারে Cordelia-র ভালোবাসাই ছিল সবচেয়ে সত্য, যা নাটকের আবেগঘন শীর্ষবিন্দু।

1
Updated: 2 months ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 2 months ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 2 months ago
What is Ophelia’s cause of death?
Created: 2 months ago
A
Drowning
B
Poison
C
Stabbing
D
Illness

1
Updated: 2 months ago
What is the role of the ghost in the play?
Created: 2 months ago
A
Comic relief
B
A friend to Hamlet
C
Hamlet’s father’s spirit
D
A fortune teller
শেক্সপিয়ারের "Hamlet" নাটকে ভূতটি হলো হ্যামলেটের মৃত পিতার আত্মা — ডেনমার্কের প্রাক্তন রাজা। এই ভূতটি নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল রহস্য উন্মোচনকারী:
ভূত হ্যামলেটকে জানায় যে তাকে তার ভাই ক্লডিয়াস হত্যা করেছে রাজ্যের মুকুট দখলের জন্য।
➤ এটি পুরো নাটকের প্রতিশোধমূলক গল্পের সূত্রপাত ঘটায়।-
হ্যামলেটের দ্বন্দ্ব সৃষ্টি করে:
ভূতের কথা বিশ্বাস করা উচিত কিনা—এই প্রশ্ন হ্যামলেটের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি করে। -
নৈতিক ও আত্মিক বোঝাপড়া তৈরি করে:
ভূত তার ছেলেকে হত্যার প্রতিশোধ নিতে বলে, কিন্তু মাতাকে শাস্তি না দিতে বলে—এটি নাটকে নৈতিক ও মানসিক জটিলতা যোগ করে।
ভূতটি কেবল একটি ভৌতিক চরিত্র নয়, বরং নাটকের প্লট চালনা ও চরিত্রগুলোর বিকাশে এক কেন্দ্রীয় চালিকা শক্তি।

1
Updated: 2 months ago