Why does Goneril poison Regan?
A
Out of revenge for Lear’s favoritism
B
To prevent Regan from marrying Edmund
C
To gain Regan’s share of the kingdom
D
Because Regan exposed her lies
উত্তরের বিবরণ
দুই বোনই Edmund এর প্রতি আকৃষ্ট হয়। Regan কে প্রতিযোগী হিসেবে সরাতে Goneril তাকে বিষপ্রয়োগ করে, যা ক্ষমতা ও কামনার ধ্বংসাত্মক প্রভাব দেখায়।

1
Updated: 2 months ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 2 months ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 2 months ago
Who says, “Reputation is an idle and most false imposition”?
Created: 2 months ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
Iago এই উক্তিতে বলে, সুনাম আসলে মানুষের দ্বারা তৈরি এক ভ্রান্ত ধারণা। কিন্তু বিদ্রূপ হচ্ছে—সে নিজেই সুনাম নষ্ট করে ষড়যন্ত্র চালায়। শেক্সপিয়র এখানে ভণ্ডামি, চাতুর্য ও নৈতিক দুর্বলতাকে তুলে ধরেছেন।

1
Updated: 2 months ago
What is Ferdinand asked to do in The Tempest, Act III?
Created: 6 days ago
A
Sing a song
B
Write a poem
C
Dance
D
Fetch wood for fuel
ফার্ডিনান্ডকে ‘The Tempest’-এর তৃতীয় অঙ্কে প্রসপেরো তার ভালোবাসার পরীক্ষা হিসেবে কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। তাকে আদেশ দেওয়া হয় জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ করতে। এই শ্রমের মাধ্যমে প্রসপেরো যাচাই করতে চায় যে ফার্ডিনান্ডের মিরান্ডার প্রতি ভালোবাসা সত্যিকারের কিনা।
-
প্রসপেরো ইচ্ছাকৃতভাবে ফার্ডিনান্ডের ওপর ভারী কাজ চাপিয়ে দেয়, যাতে সে কেবল কথায় নয়, কর্মে তার ভালোবাসা প্রমাণ করতে পারে।
-
ফার্ডিনান্ড বিনা অভিযোগে কাঠ বহন করতে থাকে, যা তার ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিক ভালোবাসার পরিচয় দেয়।
-
এই পরিশ্রমই পরবর্তীতে তার ও মিরান্ডার সম্পর্ককে আরও দৃঢ় ও আন্তরিক করে তোলে।

0
Updated: 6 days ago