What is Cordelia’s response during Lear’s love test?
A
She says she loves him “more than words can express.”
B
She remains completely silent.
C
She says she loves him “according to her bond, no more nor less.”
D
She declares her love is greater than her sisters’.
উত্তরের বিবরণ
Cordelia বাড়িয়ে কথা না বলে সৎভাবে জানায় যে, সে বাবাকে ঠিক কন্যার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, তার বেশি বা কম নয়। এই সততা Lear কে ক্রুদ্ধ করে এবং তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে।

0
Updated: 2 months ago
'I am a man more sinned against than sinning'. This is uttered by___
Created: 2 months ago
A
Horatio
B
Hamlet
C
King Lear
D
Macbeth
শেকসপিয়রের King Lear নাটকে (Act 3, Scene 2) রাজা লিয়ার একটি বিখ্যাত উক্তি করেন— "I am a man more sinned against than sinning."
রাজা লিয়ার ছিলেন ইংল্যান্ডের প্রবীণ শাসক। তিনি জীবনের শেষ সময়ে নিজের রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেন। বড় দুই মেয়ে গনারিল ও রিগান মিথ্যা প্রশংসা করে রাজ্য লাভ করে। কিন্তু রাজ্য হাতে পাওয়ার পর তারা বাবার প্রতি অকৃতজ্ঞ হয়। তারা লিয়ারকে রাজকীয় সম্মান দেয় না, বরং অপমান করে ঘর থেকে বের করে দেয়। ছোট মেয়ে কর্ডেলিয়া সত্য বলার জন্য রাজ্য হারালেও শেষ পর্যন্ত বাবার প্রতি অনুগত থাকে।
গনারিল ও রিগানের নিষ্ঠুর আচরণের ফলে লিয়ার ভয়ঙ্কর ঝড়ের রাতে আশ্রয়হীন অবস্থায় পড়েন। তখন দুঃখে ও ক্ষোভে তিনি বলেন, “আমি এমন এক মানুষ, যার প্রতি অন্যায় বেশি হয়েছে, অথচ আমি ততটা অন্যায় করিনি।”
এই উক্তির মাধ্যমে লিয়ার বুঝাতে চান, তিনি অন্যের পাপে ভুক্তভোগী। তার জীবনে মেয়েদের অকৃতজ্ঞতা ও প্রতারণা বড় আঘাত এনেছে। উক্তিটি তার হতাশা, অসহায়তা এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক।

3
Updated: 3 weeks ago
What is the significance of the storm on the heath in King Lear?
Created: 3 weeks ago
A
It shows Cordelia’s military strategy
B
It demonstrates Gloucester’s punishment
C
It symbolises Lear’s inner turmoil and madness
D
It is just a literal storm with no metaphorical meaning
নাটকে Heath-এ ঝড় লিয়ারের মানসিক বিশৃঙ্খলা এবং পাগলামির প্রতীক। তিনি তার কন্যাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারার পর মানসিকভাবে চাপে পড়েন।
ঝড়ের দৃশ্য নাটকের আবহ এবং চরিত্রের মানসিক অবস্থা একত্রিত করে।
এটি লিয়ারের হতাশা ও যন্ত্রণা প্রকাশ করে।
শেক্সপিয়ার প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক দেখিয়েছেন।
ঝড় নাটকের ট্র্যাজিক টোন এবং সংঘাত বাড়ায়।

0
Updated: 3 weeks ago
How many plays did William Shakespeare write?
Created: 2 months ago
A
27
B
127
C
158
D
37
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 2 months ago