Why does King Lear decide to divide his kingdom among his daughters?
A
To reward them for their loyalty
B
To avoid future conflict after his death
C
To test their love for him in public
D
To follow ancient custom
উত্তরের বিবরণ
প্রথম অঙ্কে Lear সিদ্ধান্ত নেয় রাজ্য ভাগ করে দেবে সেই কন্যাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবে। এই প্রকাশ্য ভালোবাসা পরীক্ষা তার অহং তুষ্ট করার জন্য ছিল, কিন্তু Cordelia সত্য উত্তর দেওয়ায় ঘটনাপ্রবাহ করুণ দিকে মোড় নেয়।

2
Updated: 2 months ago
Why does Malcolm pretend to be more evil than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To ensure Macduff is not working for Macbeth
B
To find out Macduff’s true motives
C
To see if Macduff values Scotland’s safety
D
To test Macduff’s loyalty
Malcolm ইচ্ছাকৃতভাবে নিজেকে Macbeth-এর চেয়েও বেশি দুষ্ট হিসেবে উপস্থাপন করে, যাতে তিনি Macduff-এর প্রতিক্রিয়া দেখতে পারেন। তিনি দাবি করেন যে তিনি আরও খারাপ শাসক হবেন—এর মাধ্যমে Malcolm পরীক্ষা করেন Macduff সত্যিই স্কটল্যান্ডকে ভালোবাসে ও স্বৈরশাসনের বিরোধিতা করে কিনা, নাকি গোপনে Macbeth-কে সমর্থন করে।

1
Updated: 2 months ago
How does Lady Macbeth die?
Created: 2 months ago
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।

1
Updated: 2 months ago
How does Hamlet view human mortality after seeing Yorick’s skull?
Created: 3 weeks ago
A
As a humorous reminder of past friendships
B
As inevitable and equalising for all humans
C
As irrelevant to his current troubles
D
As an opportunity to take revenge quickly
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যুর অবশ্যম্ভাবিতা এবং মানুষের সমানতা সম্পর্কে ভাবতে বাধ্য করে। ছোট মেয়ের খেলা বা রাজাদের ক্ষমতা সবই মৃত্যু দ্বারা সমান হয়ে যায়। এটি মানব জীবনের ক্ষণস্থায়িত্ব ও সময়সীমা স্মরণ করায়।
হ্যামলেট তার শৈশব ও অতীতের স্মৃতি পুনর্বিবেচনা করেন। নাটকটি মানুষের অস্তিত্ব ও মৃত্যু সম্পর্কে দার্শনিক চিন্তাভাবনা তুলে ধরে।
একই সঙ্গে, এটি নাটকের ট্র্যাজিক টোন ও চরিত্রের গভীরতা বৃদ্ধি করে। ফলস্বরূপ, ইয়োরিকের খুলি হ্যামলেটের দার্শনিক মনোভাব এবং নাটকের কেন্দ্রীয় থিমের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

0
Updated: 3 weeks ago