A
To reward them for their loyalty
B
To avoid future conflict after his death
C
To test their love for him in public
D
To follow ancient custom
উত্তরের বিবরণ
প্রথম অঙ্কে Lear সিদ্ধান্ত নেয় রাজ্য ভাগ করে দেবে সেই কন্যাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবে। এই প্রকাশ্য ভালোবাসা পরীক্ষা তার অহং তুষ্ট করার জন্য ছিল, কিন্তু Cordelia সত্য উত্তর দেওয়ায় ঘটনাপ্রবাহ করুণ দিকে মোড় নেয়।

2
Updated: 2 weeks ago
Why do the witches greet Macbeth with three different titles in Act I?
Created: 2 weeks ago
A
To highlight his past, present, and future status
B
To show his political importance at different times
C
To prepare him for his destined kingship
D
To link him to Banquo’s fate
ডাইনিরা “Thane of Glamis,” “Thane of Cawdor,” ও “King hereafter” বলে Macbeth-এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে তুলে ধরে। এটি তার উত্থান ও পতনের ইঙ্গিত দেয়। অন্য বিকল্পগুলো আংশিক সত্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সময়ের ধারাবাহিকতায় তার পরিচয় প্রকাশ করা।

0
Updated: 2 weeks ago
Why does King Lear banish Cordelia?
Created: 2 weeks ago
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 weeks ago
Who reminds the nobles of their guilt in the banquet scene?
Created: 2 weeks ago
A
Prospero
B
Gonzalo
C
Ariel (as a harpy)
D
Miranda
ভোজের দৃশ্যে Ariel হার্পির রূপ নিয়ে আসে এবং Alonso ও তার সঙ্গীদের তাদের অন্যায় ও বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেয়। এই দৃশ্য তাদের অপরাধবোধ জাগিয়ে তোলে এবং Prospero-র ন্যায়বিচারের পরিকল্পনাকে কার্যকর করে। এটি নৈতিক শিক্ষা প্রদানের গুরুত্বপূর্ণ মুহূর্ত। (নাটকে harpy শব্দটি এসেছে প্রাচীন গ্রীক পুরাণ থেকে। হার্পি হলো এক ভয়ঙ্কর পৌরাণিক প্রাণী, যার শরীর আংশিকভাবে মহিলা এবং আংশিকভাবে পাখির মতো। সাধারণত এটিকে মানুষের শাস্তিদাতা, ধ্বংস আর আতঙ্কের প্রতীক হিসেবে দেখা হয়।)

2
Updated: 2 weeks ago