A
Plain language
B
Poetic style
C
Latin
D
French
উত্তরের বিবরণ
Sidney বলেছেন যে দার্শনিকদের মধ্যে প্লেটো পর্যন্ত কবিতার শৈলী ব্যবহার করেছেন। অর্থাৎ, তারা সরল ভাষায় নয়, বরং কবিতার মতো সৃষ্টিশীল এবং রঙিন ভাষায় লেখেন। প্লেটোর লেখাগুলো কেবল যুক্তি-তর্ক নয়, তার মধ্যে একটি কাব্যিক ধরনও ছিল। Sidney এটি উল্লেখ করে দেখাতে চান যে কবিতা শুধু রূপকথা নয়, এটি জ্ঞানের প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 2 months ago
What is the usual syllable count in a line of iambic pentameter?
Created: 15 hours ago
A
8 syllables
B
10 syllables
C
12 syllables
D
14 syllables

0
Updated: 15 hours ago
What quality does Sidney value most in poetry?
Created: 2 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 2 months ago
"Gerontion" is a poem by-
Created: 2 days ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 2 days ago