The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning. To end in smoke-
A
To create fire
B
To go through suffering
C
To come to nothing
D
To see fire
উত্তরের বিবরণ
• Go up in smoke/ to end up in smoke:
English Meaning: to be wasted / to come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া।
• Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।
Source: Live MCQ lecture.

0
Updated: 2 months ago
Identify the word which remains the same in its plural form :
Created: 1 month ago
A
aircraft
B
intention
C
mouse
D
thesis
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft remains the same in its plural form.
অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, pice, salmon, series, sheep, swine etc.
• অন্য অপশন গুলোর মধ্যে -
- Appendix হচ্ছে singular, যার plural form হচ্ছে Appendices.
- Mouse শব্দটির plural form হলো - Mice.
- Intention শব্দটির plural form হলো - Intentions.
Source: Accessible Dictionary bt Bangla Academy.

0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 1 month ago
Choose the synonym of "Feeble":
Created: 1 month ago
A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago