The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning. To end in smoke-
A
To create fire
B
To go through suffering
C
To come to nothing
D
To see fire
উত্তরের বিবরণ
• Go up in smoke/ to end up in smoke:
English Meaning: to be wasted / to come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া।
• Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।
Source: Live MCQ lecture.

0
Updated: 3 weeks ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 4 weeks ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
The meaning of the phrase "By hook or by crook" is -
Created: 5 days ago
A
Honestly only
B
Illegally only
C
By any means
D
Without any effort
Idiom: By hook or by crook
Idiom | English Meaning | Bangla Meaning | সঠিক ব্যাখ্যা |
---|---|---|---|
By hook or by crook | Using any method you can, even a dishonest one | যেমন করে হোক; ছলেবলে-কলেকৌশলে | By any means – যেকোনো উপায়ে/ যেভাবেই হোক |
ভুল বিকল্প ব্যাখ্যা
-
Honestly only: কেবলমাত্র সৎ উপায়ে → ❌ ভুল
-
Illegally only: কেবলমাত্র বেআইনি উপায়ে → ❌ ভুল
-
Without any effort: কোনো রকম পরিশ্রম ছাড়াই → ❌ ভুল
📖 Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 5 days ago
They ___________ yoga every day.
Created: 4 weeks ago
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
• Complete sentence: They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- are used to practicing.

0
Updated: 4 weeks ago