Choose the word/words that best fits into the underlined word given in the sentence: Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
A
Denounce
B
Laud
C
Compliment
D
Acclaim
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হবে - Denounce
• Condemn (verb transitive):
- দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
• Denounce (verb transitive):
(কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
খ) Laud (verb transitive) (noun)
(আনুষ্ঠানিক) প্রশংসা করা; গুণকীর্তন করা; প্রশংসা; স্তুতিগান।
গ) Compliment (noun) [countable noun]
(১) প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা: The girl blushed at the compliment on her appearance.
(২) (আনুষ্ঠানিক) শ্রদ্ধাজ্ঞাপন; শুভেচ্ছা: The food is delicious, my compliments to the chef; with the author’s compliments.
(verb transitive) প্রশংসা করা; তোষণ করা; সশ্রদ্ধ উপহার প্রদান করা (কাউকে, কোনো কিছুর জন্য)
ঘ) Acclaim
(verb transitive) (১) সহর্ষে স্বাগত জানানো; তুমুল করতালি দেওয়া।
(২) (কাউকে) শাসকরূপে বরণ করা; করতালি দিয়ে সংবর্ধনা জানানো।
[Uncountable noun] করতালি; সমর্থন; জয়ধ্বনি।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
Choose the word/words that best fits into the underlined word given in the sentence: Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
Created: 4 weeks ago
A
Denounce
B
Laud
C
Compliment
D
Acclaim
সঠিক উত্তর হবে - Denounce
• Condemn (verb transitive):
- দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
• Denounce (verb transitive):
(কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
খ) Laud (verb transitive) (noun)
(আনুষ্ঠানিক) প্রশংসা করা; গুণকীর্তন করা; প্রশংসা; স্তুতিগান।
গ) Compliment (noun) [countable noun]
(১) প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা: The girl blushed at the compliment on her appearance.
(২) (আনুষ্ঠানিক) শ্রদ্ধাজ্ঞাপন; শুভেচ্ছা: The food is delicious, my compliments to the chef; with the author’s compliments.
(verb transitive) প্রশংসা করা; তোষণ করা; সশ্রদ্ধ উপহার প্রদান করা (কাউকে, কোনো কিছুর জন্য)
ঘ) Acclaim
(verb transitive) (১) সহর্ষে স্বাগত জানানো; তুমুল করতালি দেওয়া।
(২) (কাউকে) শাসকরূপে বরণ করা; করতালি দিয়ে সংবর্ধনা জানানো।
[Uncountable noun] করতালি; সমর্থন; জয়ধ্বনি।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago