Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
A
Space
B
Liberty
C
Office
D
Capacity
উত্তরের বিবরণ
Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর।
Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.
- Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
- আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.
• উল্লেখ্য,
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) Space [uncountable noun]
- যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।
গ) Office (Countable noun]
- (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস
ঘ) Capacity [uncountable noun] (এবং indefinite article- সহ)
- ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান
Source: Oxford Learner's Dictionary & Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 month ago
'He was a rather disagreeable man.' Here the underlined word is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
উদাহরণ:
He was a rather disagreeable man.
-
এখানে disagreeable শব্দটি হলো adjective।
-
কারণ এটি man নামক noun-এর আগে বসে সেই noun-এর বৈশিষ্ট্য বা মানে সম্পর্কে তথ্য দিচ্ছে।
-
অর্থাৎ disagreeable এই শব্দটি noun কে modify করছে, তাই এটি adjective।
Adjectives সম্পর্কে সহজ ব্যাখ্যা:
-
Adjectives হলো সেই শব্দগুলো যা noun বা pronoun-এর বিশেষণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
-
সাধারণত এগুলো noun-এর আগে আসে, যেমন: a tall building, a happy child।
-
Adjectives মানুষের চরিত্র, জায়গার বৈশিষ্ট্য বা জিনিসের ধরন এবং পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, যে শব্দ noun/pronoun-এর অবস্থা, বৈশিষ্ট্য, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে adjective বলে।
উৎস: Advanced Learner's Grammar and Composition – Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
The 'climax' of a plot is what happens-
Created: 1 month ago
A
in the beginning
B
at the end
C
at the height
D
in the confrontation
The 'climax' of a plot is what happens at height.
• Climax
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.
• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence.
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

0
Updated: 1 month ago