Sidney uses the story of Menenius to show:
A
The power of drama
B
The political use of poetry
C
How a story can change minds
D
The weakness of philosophy
উত্তরের বিবরণ
Sidney Menenius-এর গল্প ব্যবহার করেছেন দেখানোর জন্য যে একটি গল্প মানুষের মন পরিবর্তন করতে পারে। Menenius একটি গল্প বলেছিলেন যা মানুষের মধ্যে মতবিরোধ বন্ধ করেছিল। এই গল্পটি রাজ্যের বিভিন্ন অংশকে একটি শরীরের অংশ হিসেবে তুলনা করেছিল। এটি মানুষের হৃদয় স্পর্শ করে তাদের বোঝাতে সাহায্য করেছিল। Sidney এই উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান যে গল্প বা কাব্যশিল্পের মধ্যে শিক্ষাদানের শক্তি আছে যা সরাসরি মানুষের আচরণ পরিবর্তন করতে পারে।

0
Updated: 4 months ago
Choose the synonym of "Elucidate":
Created: 1 week ago
A
Selective
B
Narrow
C
Polite
D
Explain
• Elucidate:
-
English meaning: to explain something or make something clear.
-
Bangla meaning: ব্যাখ্যা করা; বিশ্লেষণ করা।
Options:
ক) Selective: বাছাই করার ক্ষমতাসম্পন্ন; নির্বাচনী; নৈর্বাচনিক।
খ) Narrow: সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
গ) Polite: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
ঘ) Explain: ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Elucidate" হলো Explain।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 week ago
Who plays the role of a foil to Mr. Darcy’s character?
Created: 2 weeks ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Bingley
D
Mr. Wickham
Foil মানে হলো বিপরীত চরিত্র, যার মাধ্যমে মূল চরিত্রের গুণ স্পষ্ট হয়। Darcy গম্ভীর, নীতিবান ও দায়িত্বশীল। তার বিপরীতে Wickham মোহনীয় কিন্তু প্রতারক। প্রথমে Elizabeth ও পাঠক Wickham-কে আকর্ষণীয় ভাবে দেখে, আর Darcy-কে অহংকারী ভাবে।
কিন্তু পরে সত্য প্রকাশ পায়—Darcy আসলে নৈতিকভাবে শক্তিশালী, আর Wickham দুর্নীতিগ্রস্ত। এই বিপরীতে Austen দেখান, সত্যিকার ভদ্রতা বাহ্যিক আচরণে নয়, নৈতিকতায়।

1
Updated: 2 weeks ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago