Sidney
believed that poetry is just for fun and has no teaching value.
A
False
B
True
C
None
D
No answer
উত্তরের বিবরণ
Coming...
0
Updated: 5 months ago
"The Night Piece, to Julia" was written by-
Created: 1 month ago
A
Richard Crashaw
B
Ben Jonson
C
Andrew Marvell
D
Robert Herrick
“The Night Piece, to Julia” – By Robert Herrick
১. কবিতার সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: Robert Herrick
-
ধরণ: Romantic / Cavalier Poetry
-
বিষয়বস্তু:
-
কবি তাঁর প্রেমিকা Julia-র উদ্দেশ্যে রাতের বেলায় বিদায় বার্তা লিখেছেন।
-
কবিতায় রাতে রাস্তায় চলার সময়ের অভিজ্ঞতা, অন্ধকার, ছায়া ও অশরীরী উপস্থিতির ভয় বর্ণিত।
-
তবুও Julia-র উষ্ণ উপস্থিতি ও স্মৃতি তাকে সাহস দেয়।
-
২. Robert Herrick সম্পর্কে
-
জন্ম: 1591
-
মৃত্যু: 1674
-
পরিচিতি: 17th century English Cavalier Poet
-
কবিতায় সাধারণভাবে প্রকৃতি, ভালোবাসা, সৌন্দর্য, ধর্মীয় অনুভূতি ও ক্ষণস্থায়ী জীবনের রোমান্টিকতা ফুটে ওঠে।
৩. উল্লেখযোগ্য কবিতাসমূহ
-
To Daffodils
-
Delight in Disorder
-
The Night Piece, to Julia
-
The Litany to the Holy Spirit
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:
0
Updated: 1 month ago
Anna Karenina belongs to -
Created: 1 month ago
A
Russian Literature
B
American Literature
C
French Literature
D
German Literature
Anna Karenina হলো Russian Literature-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা Leo Tolstoy রচিত। এটি ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয়। প্রধান চরিত্রসমূহ হলো Anna, Aleksey Karenin, এবং Vronsky।
সারসংক্ষেপ:
-
Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার স্বামী Aleksey Karenin একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অভিজাত বংশের সন্তান।
-
Anna অভিসারে লিপ্ত হয় তরুণ ও চৌকষ সেনা অফিসার Vronsky-এর সঙ্গে।
-
উপন্যাসে প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় পরিণতির গল্প ফুটে ওঠে।
-
Anna-এর স্বামী Aleksey লোকলজ্জার কারণে বিষয়টি মেনে নিতে চায়, কিন্তু Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে এবং পালিয়ে যায় প্রেমিক Vronsky-এর সঙ্গে। এক পর্যায়ে সে প্রেমিককেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
-
উপন্যাসের শেষে Anna ট্রেনের সামনে আত্মাহুতি দেয়।
লেখক পরিচিতি:
-
পূর্ণ নাম: Lev Nikolayevich, Graf (count) Tolstoy
-
জন্ম: ১৮২৮ সালে রাশিয়ায়
-
তিনি বাস্তবধর্মী সাহিত্য (realistic fiction)-এর মাস্টার এবং বিশ্বের অন্যতম মহান ঔপন্যাসিক।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
War and Peace (1865–69)
-
Anna Karenina (1875–77)
-
The Death of Ivan Ilyich (1886)
Source:
0
Updated: 1 month ago