Only those who are not serious to their success work by ____ and starts.
A
long odds
B
against time
C
every inch
D
fits
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fits.
- Complete Sentence: Only those who are not serious to their success work by fits and starts.
- Bangla Meaning: শুধুমাত্র তারাই, যারা তাদের সাফল্যের প্রতি সিরিয়াস নয়, খাপছাড়াভাবে কাজ করে।
• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner/ Irregularly.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।
Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 2 months ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago
Fill in the blank: Tourists ___ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
Created: 1 month ago
A
better to had get
B
had better to get
C
had better got
D
had better get
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had better get
Complete sentence: Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

0
Updated: 1 month ago
Reason is the highest faculty ______ on human by their creator.
Created: 2 months ago
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 2 months ago