_____ his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
A
In contrast of
B
In contrast to
C
In contrast by
D
In contrast as
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'in contrast to'.
- Complete sentence: In contrast to his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
- Bangla Meaning: তার আগের অধ্যয়নের বিপরীতে, অধ্যাপকের নতুন গবেষণা বিশ্বব্যাপী আবহাওয়ায় একটি সাধারণ সতর্কতার প্রবণতা নির্দেশ করে।
In contrast to
English meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned.
Bangla Meaning: In contrast to এর বাংলা অর্থ হলো এর বিপরীতে, এর তুলনায়, বা এর সাথে বিপরীতভাবে। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুর সাথে অন্য কিছুর ভিন্নতা বা বিপরীততা প্রকাশ করা হয়।
Example: In contrast to his earlier works, this novel is much more optimistic.
Bangla Meaning: পূর্বের কাজের তুলনায় নতুন উপন্যাসটি অনেক বেশি আশাবাদী।
Source: Collins Dictionary.

0
Updated: 2 months ago
Choose the antonym of "Flimsy":
Created: 1 month ago
A
Passionate
B
Strong
C
Enthusiastic
D
Zealous
• Flimsy:
-
English meaning: very thin, or easily broken or destroyed.
-
Bangla meaning: (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি।
Options:
ক) Passionate: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
খ) Strong: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
গ) Enthusiastic: অত্যুৎসাহী।
ঘ) Zealous: উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Flimsy" হলো Strong।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 1 month ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 month ago
I know what your problem is. [Simple]
Created: 3 weeks ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:

0
Updated: 3 weeks ago