Of the four alternatives, find the one that best fits into the blank space: While living in poverty, the poet had to _____ a great deal of sufferings.
A
see through
B
put up with
C
pass by
D
fall back
উত্তরের বিবরণ
Put up with এখানে সঠিক ফ্রেজ।
পূর্ণ বাক্য: While living in poverty, the poet had to put up with a great deal of sufferings.
বাংলা অর্থ: দারিদ্র্যের মধ্যে জীবনযাপনকালে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল।
Put up with (idiom):
-
English Meaning: To tolerate or endure something.
-
বাংলা অর্থ: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
-
সমার্থক শব্দ: tolerate, endure, accept, bear, take, swallow, brook।
অপশনের অন্যান্য ফ্রেজগুলোর অর্থ:
-
see through
-
English Meaning: বুঝে ফেলা বা কারও ফন্দি ধরা।
-
বাংলা অর্থ: কারও চালাকি বা আসল স্বভাব ধরে ফেলা।
-
-
pass by
-
English Meaning: নজরে না আসা বা গুরুত্ব না পাওয়া।
-
বাংলা অর্থ: লক্ষ্য না করা; উপেক্ষা করা।
-
-
fall back
-
English Meaning: পিছিয়ে যাওয়া বা সরে যাওয়া।
-
বাংলা অর্থ: পশ্চাদপসরণ করা; পিছু হটা।
-
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary এবং বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 2 months ago
The Climax of a plot is what happens-
Created: 1 month ago
A
in the beginning
B
at the height
C
at the end
D
in the confrontation
ক্লাইম্যাক্স (Climax)
-
গল্প বা নাটকের ক্লাইম্যাক্স হলো সেই মুহূর্ত যখন ঘটনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
-
এটি হলো প্লটের “উচ্চ বিন্দু” বা turning point, যেখানে ঘটনার উত্তরণ শেষ হয় এবং পতনের দিকে ধাবিত হয়।
-
গল্পের rising action ক্লাইম্যাক্স পর্যন্ত উত্তেজনা বাড়ায়, আর ক্লাইম্যাক্সের পর falling action শুরু হয়।
সহজভাবে বললে:
ক্লাইম্যাক্স হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মূল ঘটনার চূড়ান্ত মোড় হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
নাটক Oedipus এ Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
বাক্য “He smiles, he laughs and he roars.” এ ক্লাইম্যাক্স হলো বাক্যের শেষ অংশে।
সূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
He intends to ___ in the country for two months.
Created: 2 months ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 months ago
Othello gave Desdemona ___ as a token of love:
Created: 1 month ago
A
Ring
B
Handkerchief
C
Pendant
D
Bangles
Othello gave Desdemona a Handkerchief as a token of love.
Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.
• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.
• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago