Choose the correct spelt word:
A
Tsunami
B
Sunami
C
suname
D
Sunamee
উত্তরের বিবরণ
✔ সঠিক বানান: Tsunami (অপশন ‘ক’)
Tsunami (Noun)
ইংরেজি অর্থ: সমুদ্রের নিচে ভূমিকম্প বা অন্য কোনো শক্তিশালী নড়াচড়ার কারণে সৃষ্ট বিশাল ঢেউ।
বাংলা অর্থ: সুনামি; সমুদ্র, নদী বা বড় জলাশয়ে ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির উদ্গিরণ থেকে তৈরি বিশাল ঢেউ বা জলোচ্ছ্বাস।
উদাহরণ:
-
২০০৪ সালে এক ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি হয়, যা ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের আশেপাশের অনেক দেশের পুরো গ্রাম ধ্বংস করে দেয়।
-
সুনামিতে বাড়ি ও পরিবার হারিয়ে সে এলাকা ছেড়ে চলে যায়।
সূত্র: Cambridge Dictionary, Bangla Academy – Accessible Dictionary

0
Updated: 2 months ago
The correct spelling is-
Created: 3 weeks ago
A
Equavocation
B
Equaivocation
C
Equivucation
D
Equivocation
Correct Spelling: Equivocation
Equivocation (Noun)
-
English Meaning: An ambiguous or deliberately evasive statement; to avoid giving a clear or direct answer to a question.
-
Bangla Meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
Other Forms:
-
Equivocate (verb): দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাকচাতুরী করা
-
Equivocal (adjective):
-
দ্ব্যর্থবোধক
-
সন্দেহজনক
-
Example Sentences:
-
Her equivocations were not evasions.
-
He answered openly and honestly without hesitation or equivocation.

0
Updated: 3 weeks ago
Pick the correctly spelt word:
Created: 5 days ago
A
Conscintious
B
Consientious
C
Concientious
D
Conscientious
Conscientious শব্দটির বানান সঠিক। এটি একটি বিশেষণ (adjective), যার অর্থ এমন ব্যক্তি যিনি কাজের প্রতি যত্নবান, সতর্ক এবং নৈতিক দায়িত্ববোধসম্পন্ন। এমন মানুষ সাধারণত নিজের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে এবং অন্যের প্রতি ন্যায্য আচরণ করতে সচেষ্ট থাকে।
তথ্যসমূহ:
-
English Meaning: Meticulous, careful; feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
-
Bangla Meaning: বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
-
Example:
-
A conscientious public servant.
-
She has always been a very conscientious worker.
-

0
Updated: 5 days ago