One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence :
A
He was always arguing with his brother.
B
His failure resulted for lack of attention.
C
When will you write to him about your plan?
D
Who was the boy you were all laughing at?
উত্তরের বিবরণ
ভুল বাক্য:
His failure resulted for lack of attention.
– এখানে resulted এর পরে for না হয়ে in অথবা from ব্যবহার করতে হবে।
✅ সঠিক বাক্য:
His failure resulted from a lack of attention.
বাংলা অর্থ: তার ব্যর্থতার কারণ ছিল মনোযোগের অভাব।
Result (intransitive verb) এর ব্যবহার:
-
result from → কোনো কিছুর ফল হিসেবে ঘটানো বা হওয়া।
উদাহরণ: His illness resulted from overwork. (তার অসুস্থতা অতিরিক্ত কাজের ফল।) -
result in → কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ানো, ফলস্বরূপ ঘটানো।
উদাহরণ: The plan resulted in success. (পরিকল্পনাটি সফলতা ডেকে এনেছে।)
বাকি বাক্যগুলো সঠিক:
ক) He was always arguing with his brother.
বাংলা অর্থ: সে সবসময় তার ভাইয়ের সাথে তর্ক করত।
গ) When will you write to him about your plan?
বাংলা অর্থ: আপনি কবে তাকে আপনার পরিকল্পনা সম্পর্কে লিখবেন?
ঘ) Who was the boy you were all laughing at?
বাংলা অর্থ: তোমরা সবাই যে ছেলেটিকে দেখে হাসছিলে, সে কে ছিল?

0
Updated: 2 months ago
In case of studying regularly, you will do well in the exam. [Make it complex]
Created: 3 weeks ago
A
If you study regularly, you will do well in the exam.
B
Unless you don't study regular, you will do well in the exam.
C
Unless you study regularly, you will do well in the exam.
D
Studying regularly, you will do well in the exam.
Simple এবং Complex বাক্য রূপান্তরের নিয়ম অনুযায়ী, যখন “by/in case of” যুক্ত Simple sentence কে Modal auxiliary সহ Complex sentence এ রূপান্তর করা হয়, তখন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয়:
-
“in case of” এর পরিবর্তে “if” ব্যবহার করতে হবে।
-
Subject + Verb বসাতে হবে।
-
প্রয়োজনে Adjective/Noun বসানো যাবে।
-
Clause শেষ হলে **comma (,) ** ব্যবহার করতে হবে।
-
বাক্যের অপর অংশটি মূল বাক্য হিসেবে বসাতে হবে।
-
মূল Clause যদি Future বা Present Tense এ থাকে, তাহলে if যুক্ত Clause টি Present Tense এ হবে।
উদাহরণসমূহ:
-
Simple: In case of studying regularly, you will do well in the exam.
Complex: If you study regularly, you will do well in the exam. -
Simple: In case of working hard, you will prosper in life.
Complex: If you work hard, you will prosper in life.

0
Updated: 3 weeks ago
I know what your problem is. [Simple]
Created: 3 weeks ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:

0
Updated: 3 weeks ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 1 month ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago