A
untill
B
since
C
as if
D
let alone
উত্তরের বিবরণ
অপশনগুলোর অর্থ
ক) as if – যেন মনে হয়
খ) since – (সময়) তারপর থেকে; ইতিমধ্যে; তখন থেকে
গ) until – পর্যন্ত; যে পর্যন্ত না
ঘ) let alone – দূরে থাক; চিন্তাই করা যায় না এমন
• অর্থগুলো দেখে বোঝা যায়, শূন্যস্থানে since বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
সম্পূর্ণ বাক্য: They suffered much since the tornado had hit their village.
-
অর্থ: ঘূর্ণিঝড় তাদের গ্রামে আঘাত হানার পর থেকে তারা অনেক কষ্ট ভোগ করেছে।

0
Updated: 3 weeks ago
What are you so angry___?
Created: 1 month ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
The idea is worth _____ carefully.
Created: 1 week ago
A
consider
B
to consider
C
considering
D
considered
Verb + -ing Rule (After Certain Expressions)
-
কিছু বিশেষ শব্দ/ফ্রেজের পরে যদি Verb আসে, তবে Verb এর সাথে -ing ব্যবহার করতে হয়।
-
Keywords / Expressions:
-
mind → Would you mind closing the door?
-
cannot help / could not help → He cannot help laughing out loud.
-
be used to / get used to → I am used to waking up early.
-
with a view to → He came with a view to visiting a new place.
-
worth → The idea is worth considering carefully.
-
-
Example Sentence:
-
The idea is worth considering carefully.
-
I don't mind taking a cup of tea.
-
Source: Applied English Grammar and Composition, P.C. DAS

0
Updated: 1 week ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 3 weeks ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 3 weeks ago