They suffered much ____ tornado had hit their village.
A
untill
B
since
C
as if
D
let alone
উত্তরের বিবরণ
অপশনগুলোর অর্থ
ক) as if – যেন মনে হয়
খ) since – (সময়) তারপর থেকে; ইতিমধ্যে; তখন থেকে
গ) until – পর্যন্ত; যে পর্যন্ত না
ঘ) let alone – দূরে থাক; চিন্তাই করা যায় না এমন
• অর্থগুলো দেখে বোঝা যায়, শূন্যস্থানে since বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
সম্পূর্ণ বাক্য: They suffered much since the tornado had hit their village.
-
অর্থ: ঘূর্ণিঝড় তাদের গ্রামে আঘাত হানার পর থেকে তারা অনেক কষ্ট ভোগ করেছে।

0
Updated: 2 months ago
Doctor Faustus is _______
Created: 2 months ago
A
a comedy
B
a tragedy
C
a historical novel
D
an absurd play
Doctor Faustus – একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক
লিখেছেন: Christopher Marlowe
-
নাটকের পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪ সাল
-
অংশ সংখ্যা: মোট ৫টি Act রয়েছে
সারসংক্ষেপ (সংক্ষিপ্ত কাহিনি)
Doctor Faustus হল একটি দুঃখজনক (tragedy) নাটক। এতে Faustus নামের এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি রয়েছে, যিনি জাদুবিদ্যার মাধ্যমে অলৌকিক ক্ষমতা পেতে চায়। ক্ষমতার লোভে পড়ে সে শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর (শয়তানের রাজা) সঙ্গে চুক্তি করে এবং নিজের আত্মা বিক্রি করে দেয়। বিনিময়ে সে ২৪ বছরের জন্য অসাধারণ ক্ষমতা পায়।
এই সময় Faustus অনেক আশ্চর্য কাজ করে এবং খ্যাতি অর্জন করে, কিন্তু তার মনে অনুশোচনা ও ভয় কাজ করতে থাকে। মাঝে মাঝে সে নিজেকে বদলানোর সুযোগ পেলেও, নিজের ভুল স্বীকার করে ভালো পথে ফিরতে চায় না।
শেষ পর্যন্ত, চুক্তির মেয়াদ শেষে, শয়তানরা এসে Faustus-এর আত্মাকে টেনে নিয়ে যায় এবং সে নরকে চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রগুলো
-
Doctor Faustus – মূল চরিত্র, যিনি আত্মা বিক্রি করেন
-
Mephistopheles – শয়তানের দূত
-
Lucifer – শয়তানের নেতা
-
Good Angel – ভালো পথের পরামর্শদাতা
-
Evil Angel – খারাপ পথে টানে
-
Wagner – Faustus-এর সহকারী
Christopher Marlowe সম্পর্কে কিছু তথ্য
-
তিনি Elizabethan যুগের একজন কবি ও নাট্যকার।
-
তাঁকে "ইংরেজ ট্র্যাজেডির জনক" (Father of English Tragedy) বলা হয়।
-
তিনি "University Wits" দলের একজন সদস্য ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
উৎস: Britannica

0
Updated: 2 months ago
In spite of my requests, he did not _____ .
Created: 3 months ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 3 months ago
Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
Created: 2 months ago
A
put out
B
put off
C
put away
D
put on
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 2 months ago