A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
উত্তরের বিবরণ
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

0
Updated: 2 months ago
According
to Sidney, the word vates in Latin means:
Created: 2 months ago
A
Writer
B
Prophet
C
Teacher
D
Speaker
Sidney-এর মতে, লাতিন শব্দ vates এর অর্থ হলো prophet বা ভবিষ্যদ্বক্তা। এই শব্দটি কবিকে ভবিষ্যদ্বাণীকারী বা সমাজের পথপ্রদর্শক হিসেবে বোঝায়। Sidney বলেন, কবিরা শুধুমাত্র গল্প বলেন না, তারা ভবিষ্যৎ দেখার মতো ক্ষমতা রাখে। তাই তারা সমাজকে ভালো পথে পরিচালিত করতে পারে। তাই এখানে prophet অর্থে vates শব্দটি ব্যবহার করা হয়েছে।

0
Updated: 2 months ago
'The Neoclassical Period' is also known as -
Created: 3 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
English
English Literature
Periods of english literature
The Neoclassical Period (1660-1798)
No subjects available.
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 3 months ago
Who wrote "Biographia Literaria"?
Created: 2 days ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 2 days ago