What is Sidney’s final message about poetry?
A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
উত্তরের বিবরণ
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।
0
Updated: 5 months ago
Which idiom means 'keeping a sincere promise'?
Created: 1 month ago
A
To the purpose
B
Turn a deaf ear
C
True to your word
D
Turn over a new leaf
Correct Answer: গ) True to your word
Idiomatic Meaning:
-
English: Keeping a sincere promise.
-
Bangla: কথা রাখা।
Incorrect Options:
-
ক) To the purpose = প্রাসঙ্গিক বা যথার্থ।
-
খ) Turn a deaf ear = কারো কথা উপেক্ষা করা বা শোনার অস্বীকৃতি জানানো।
-
ঘ) Turn over a new leaf = আরও ভালো বা দায়িত্বশীলভাবে আচরণ শুরু করা।
Example Sentence:
-
English: True to his word, he paid back the money he borrowed from us.
-
Bangla: সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।
0
Updated: 1 month ago
Far and wide means -
Created: 1 month ago
A
Over a large area
B
By a very large amount
C
With absolute accuracy
D
Sometimes, but not regularly
Answer: Over a large area
Far and wide
-
English Meaning: over a large area / everywhere
-
Bangla Meaning: দিগন্ত জুড়ে / সর্বত্র
Example Sentence: His reputation as a scholar spread far and wide.
Bangla Meaning: বিদ্বান হিসেবে তার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago
The central character of Wuthering Heights is -
Created: 1 month ago
A
Cathy Linton
B
Edgar Linton
C
Lockwood
D
Heathcliff
Wuthering Heights হলো এমিলি ব্রন্টের রচিত একটি উপন্যাস, যা ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়। এটি অন্যান্য সমকালীন উপন্যাস থেকে আলাদা, এর নাটকীয় ও কবিতাসুলভ উপস্থাপনা, লেখকের হস্তক্ষেপের অনুপস্থিতি এবং অসাধারণ কাঠামোর কারণে বিশেষভাবে স্বীকৃত। Wuthering Heights গথিক নভেলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff, একজন এতিম বালক। সে অন্যদের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে গভীর মানসিক মিলন ঘটে, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff অনিশ্চিত হয়ে যায়। ফিরে আসার পর সে অঢেল অর্থের মালিক হয়ে ওঠে। কাহিনীর এ পর্যায়ে সে প্রাক্তন প্রেমিকা Catherine-এর পরিবারের সাথে সম্পর্কিত হয়ে সম্পত্তির লোভে বিয়ে করার চেষ্টা করে। পরবর্তীতে বিয়েটি ভেঙে যায়, Catherine মারা যায় এবং তার ভাই Hindleyও মৃত্যুবরণ করে। তবে তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff-এর সন্তানও তাদের সঙ্গে যোগ দেয়। এইভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এগিয়ে চলে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte হলেন Charlotte Bronte-এর ছোট বোন। মূলত Wuthering Heights উপন্যাসের জন্য তিনি পরিচিত। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
0
Updated: 1 month ago