Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative: He is quite _____ in dealing with people.
A
unsubtle
B
imprudent
C
diplomatic
D
impolite
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর: diplomatic
সম্পূর্ণ বাক্য: He is quite diplomatic in dealing with people.
বাংলা অর্থ: মানুষের সাথে আচরণে তিনি বেশ কূটনৈতিক।
Diplomatic (adjective)
-
English meaning: সম্পর্কিত বা জড়িত কূটনীতি।
-
বাংলা অর্থ:
১) কূটনৈতিক — যেমন: diplomatic service; বাংলাদেশের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক।
২) কুশলী / চতুর / কূটনীতিকসুলভ — যেমন: a diplomatic answer।
Diplomatically (adverb): কূটনৈতিকভাবে।
এখানে “Diplomatic” শব্দটি শূন্যস্থানে সবচেয়ে উপযুক্ত।
অন্য অপশনগুলোর অর্থ
ক) unsubtle (adjective):
-
একেবারেই সরাসরি বা স্পষ্ট, সূক্ষ্মতা নেই, কখনও কখনও অসংবেদনশীলও হতে পারে।
খ) imprudent (adjective):
-
অবিবেচক, হঠকারী, ভালোভাবে ভেবে কাজ না করা।
ঘ) impolite (adjective):
-
অমার্জিত, ভদ্রতাহীন, শিষ্টাচারহীন।

0
Updated: 3 weeks ago
In English grammar, ____ deals with formation of sentences.
Created: 1 week ago
A
Morphology
B
Etymology
C
Syntax
D
Semantics
Syntax: ইংরেজি ব্যাকরণে Syntax বলতে বোঝায় ― কোনো বাক্যে শব্দ ও ফ্রেজ কীভাবে সাজানো হবে যাতে একটি সঠিক ও অর্থপূর্ণ বাক্য তৈরি হয়।
-
Morphology: এটি হলো শব্দের গঠন বা শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অধ্যয়ন।
-
Etymology: কোনো শব্দের উৎস কোথা থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে তার অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে গবেষণা।
-
Semantics: শব্দ, ফ্রেজ, বাক্য বা পুরো টেক্সটের অর্থ বোঝার শাখা।
Source: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago
I have been living in Dhaka _____ 2000.
Created: 1 week ago
A
since
B
from
C
after
D
till
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: I have been living in Dhaka since 2007.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
Example Sentence:
- They have been playing since four o'clock.
- He has been ill since Friday.
- I have been waiting since half past three.

0
Updated: 1 week ago
The verb of the word 'short' is-
Created: 1 month ago
A
enshort
B
shorten
C
shorted
D
shorting
“Short” শব্দটি চারভাবে ব্যবহার করা যায় — adjective (বিশেষণ), adverb (ক্রিয়া বিশেষণ), noun (বিশেষ্য) এবং verb (ক্রিয়া) হিসেবে।
-
Adjective হিসেবে “short” মানে হয় দৈর্ঘ্যে ছোট বা হ্রস্ব, যেমন: খাটো, অল্প সময়ের, বা কম উচ্চতার।
-
Adverb হিসেবে “short” মানে কোনো কিছুর আগে বা হঠাৎ ঘটা, অর্থাৎ আকস্মিকভাবে।
-
Noun হিসেবে “short” মানে হলো কোনো মদ যেমন হুইস্কি বা জিন যা অন্য কোন তরল ছাড়া সরাসরি খাওয়া হয়।
-
Verb হিসেবে “short” অর্থ হলো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়া, যা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এখানে “Shorten” হলো একটি আলাদা ক্রিয়া, যার অর্থ হলো দৈর্ঘ্য বা সময় কমানো। যেমন: “She shortened the dress” — সে পোশাকটি ছোট করল।
“Shorted” হলো “short” ক্রিয়ার অতীত ও অতীত অংশগ্রহণমূলক রূপ।
অর্থাৎ, “short” এর verb ফর্মের জন্য সঠিক শব্দ “shorten”।
(সূত্র: Cambridge ও Accessible Dictionary)

0
Updated: 1 month ago