The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
উত্তরের বিবরণ
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 2 months ago
The plural of 'Codex' is -
Created: 3 weeks ago
A
Codexs
B
Codexies
C
Codices
D
Codex
Codex হলো singular noun।
-
English Meaning: an ancient book that was written by hand
-
Bangla Meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
-
Plural form: Codices

0
Updated: 2 weeks ago
Select the appropriate preposition: ‘Are you doing’ anything special ___ the weekend?’
Created: 1 month ago
A
at
B
with
C
on
D
for
সপ্তাহের বন্ধের দিনগুলোকে সাধারণত weekend বলা হয়। বিভিন্ন দেশে সপ্তাহান্তের দিনগুলো ভিন্ন হতে পারে এবং ইংরেজি ভাষার ধরন অনুযায়ী ব্যবহারের নিয়মও আলাদা।
-
পাশ্চাত্যের অনেক দেশে শনিবার ও রবিবার সপ্তাহান্ত হিসেবে ধরা হয়, আমাদের দেশে তা শুক্রবার ও শনিবার।
-
British English অনুযায়ী বলা হয় at the weekend বা over the weekend।
-
American English অনুযায়ী বলা হয় on the weekend।
-
আমাদের দেশে Written English-এ সাধারণত British English অনুসরণ করা হয়।
সুতরাং, এই ক্ষেত্রে সঠিক উত্তর হলো at

0
Updated: 1 month ago
What is the synonym of 'Utilize'?
Created: 1 month ago
A
Evasive
B
Employ
C
Misapply
D
Plight
Synonym of ‘Utilize’
• Answer:
-
খ) Employ
• Utilize (Verb)
-
English Meaning: To use something in an effective way; make practical and effective use of.
-
Bangla Meaning: কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া
• Given Options:
-
ক) Evasive (Adjective): এড়িয়ে যেতে সচেষ্ট
-
খ) Employ (Verb): কাজে লাগানো; সদ্ব্যবহার করা; নিয়োগ করা
-
গ) Misapply (Verb): অপপ্রয়োগ/অপব্যবহার করা
-
ঘ) Plight: গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা; বাগদত্ত বা বাগদত্তা হওয়া
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago