In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence: A formal composition or speech expressing high praise of somebody-
A
elegy
B
eulogy
C
caricature
D
exaggeration
উত্তরের বিবরণ
Eulogy [ইউলাজি] (noun)
English Meaning: A speech or piece of writing containing great praise, especially for someone who has recently died.
Bangla Meaning: (Plural eulogies) [Countable noun, Uncountable noun] উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।
Synonyms: Tribute (শ্রদ্ধা), Accolade (প্রশংসা; সমাদর), Acclaim (করতালি; সমর্থন; জয়ধ্বনি).
Antonyms: Attack (বিরুদ্ধ সমালোচনা; আক্রমণ).
Other Forms:
- Eulogize (verb transitive) (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।
- Eulogistic (adjective) উচ্চপ্রশংসাযোগ্য।
• Example Sentence:
- He delivered the eulogy at his grandfather’s funeral.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Elegy (noun)
English Meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past.
Bangla Meaning: (plural elegies) শোকগাথা।
• Caricature (noun)
English Meaning: A picture, description, or imitation of a person in which certain striking characteristics are exaggerated in order to create a comic or grotesque effect.
Bangla Meaning: কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।
• Exaggeration (noun)
English Meaning: A statement that represents something as better or worse than it really is.
Bangla Meaning: অতিরঞ্জন; অতিকথন।
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Find out the correct passive form of the sentence 'Who taught you French?'
Created: 1 month ago
A
By whom you were taught French?
B
By whom French was taught you?
C
French was taught you by whom?
D
By whom were you taught French?
Active Voice-টি Past Indefinite Tense-এ আছে এবং এটি Interrogative Sentence.
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
- who-এর পরিবর্তে প্রথমে by whom বসে +
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে। +
- Objectটি Subject হয়। +
- অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/ being/ been বসাতে হয়। +
- মূল Verb-এর Past Participle হয়। +
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?

0
Updated: 1 month ago
Select the sentence in which 'after' is a conjunction:
Created: 3 weeks ago
A
The storm came soon after.
B
The boy takes after his father.
C
The police went away after we had left.
D
After ages the nation is likely to sing his glory.
The correct answer: গ) The police went away after we had left.
ব্যাখ্যা:
-
Conjunction হলো সেই শব্দ যা দুটি clause বা বাক্যাংশকে যুক্ত করে।
-
এখানে after একটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এটি দুটি clause যুক্ত করেছে:
-
Main clause: "The police went away"
-
Subordinate clause: "we had left"
-
after [conjunction]
-
English meaning: at a time later than something; when something has finished
-
Bangla meaning: পর; পরে
অন্যান্য ব্যবহার:
-
ক) The storm came soon after.
এখানে after হলো adverb, কারণ এর পরে কোনো noun বা clause নেই। -
খ) The boy takes after his father.
এখানে after হলো preposition, অর্থাৎ "like" বা "resemble" বোঝাচ্ছে। -
ঘ) After ages the nation is likely to sing his glory.
এখানে after হলো preposition, কারণ "ages" হলো noun।

0
Updated: 2 weeks ago
The Character 'Alfred Doolittle' is taken from G. B. Shaw's play titled-
Created: 3 weeks ago
A
Mrs. Warren's Profession
B
Candida
C
Pygmalion
D
The Doctor's Dilemma
Alfred Doolittle হলো G. B. Shaw রচিত Pygmalion নাটকের একটি জনপ্রিয় চরিত্র।
Pygmalion:
-
এটি G. B. Shaw রচিত একটি রোমান্টিক কমেডি নাটক।
-
নাটকটি পাঁচটি অঙ্কে (five acts) রচিত।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে।
-
নাটকটি মানবিক কমেডি হিসেবে প্রেম এবং ইংল্যান্ডের তৎকালীন সামাজিক শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
আধুনিক (Modern period) এর একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama)
-
St. Joan of Arc ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago