Antonym of Equity is -
A
Uprightness
B
Justice
C
Integrity
D
Bias
উত্তরের বিবরণ
Antonym of Equity is - Bias
• Equity (noun)
- ন্যায়পরায়ণতা।
ঘ) Bias (noun)
- পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Uprightness (noun)
- ঋজুতা।
খ) Justice (noun)
- ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ।
গ) Integrity (noun) [uncountable noun]
- চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The sky was described as opalescent.
Which word would be antonym of the word "opalescent" in a literary sense?
Created: 1 month ago
A
Shimmering
B
Somber
C
Radiant
D
Glimmering
The opposite of 'Opalescent' is Somber.
Opalescent (adjective)
English Meaning: showing a play of lustrous rainbow-like colors, shimmering with soft and changing hues.
Bangla Meaning: দ্যুতিময়; নানা রঙের ঝলকানো সৌন্দর্যে ভরা।
অপশন আলোচনা:
Somber – অন্ধকারাচ্ছন্ন; মলিন; বিষণ্ণ। (এটি Opalescent-এর বিপরীতার্থক, কারণ একদিকে উজ্জ্বল ও রঙিন দীপ্তি, অন্যদিকে অন্ধকার ও বিষণ্ণতা প্রকাশ করে।)
Shimmering – হালকা ঝিলমিল করা; উজ্জ্বল আলোয় দীপ্ত। (Opalescent-এর কাছাকাছি অর্থে ব্যবহৃত।)
Radiant – জাজ্বল্যমান; দীপ্তিময়। (এটিও সমার্থক অর্থ বহন করে।)
Glimmering – ক্ষীণ আলোতে ঝিলমিল করা। (Opalescent-এর সঙ্গে সম্পর্কিত অর্থে ব্যবহৃত, তবে তুলনামূলক দুর্বল দীপ্তি প্রকাশ করে।)
Sources:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
What is the antonym of the word 'Insouciance'?
Created: 3 weeks ago
A
Composure
B
Interest
C
Nonchalance
D
Anarchy
The word 'Insouciance' means a casual lack of concern or indifference, often expressed as lighthearted unconcern or nonchalance. Its Bangla অর্থ হলো নিরুদ্বেগ, ঔদাসীন্য, নির্লিপ্ততা বা নিরাসক্তি। দেওয়া অপশনগুলোর মধ্যে অর্থ বিবেচনা করলে দেখা যায় যে এর বিপরীতার্থক শব্দ হলো আগ্রহ বা Interest।
-
Insouciance (Noun)
-
English Meaning: lighthearted unconcern; nonchalance; casual lack of concern; indifference.
-
Bangla Meaning: নিরুদ্বেগ; ঔদাসীন্য; নির্লিপ্ততা; নিরাসক্তি।
-
-
Given options:
-
ক) Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
খ) Interest – আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; যে গুণ কৌতূহল বা মনোযোগ উদ্দীপ্ত করে
-
গ) Nonchalance – নির্লিপ্ততা; ঔদাসীন্য
-
ঘ) Anarchy – নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা
-
-
Conclusion: অর্থ বিবেচনা করে বলা যায় যে Insouciance এর বিপরীতার্থক শব্দ হলো Interest।

0
Updated: 3 weeks ago
What is the antonym of the word “Pernicious”?
Created: 2 weeks ago
A
Beneficial
B
Deadly
C
Malicious
D
Injurious
সঠিক উত্তর হলো ক) Beneficial।
Pernicious (Adj)
-
Bangla Meaning: ক্ষতিকর; ধ্বংসকর
-
English Meaning: highly injurious or destructive; deadly
Beneficial (Adj)
-
Bangla Meaning: লাভজনক; মঙ্গলজনক; হিতকর
-
English Meaning: producing good results or helpful effects; conferring benefits
Other options:
-
খ) Deadly
-
Bangla Meaning: মারাত্মক; প্রাণান্তক; প্রাণঘাতী; সাংঘাতিক
-
English Meaning: likely to cause or capable of producing death
-
-
গ) Malicious
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ; বিদ্বেষপূর্ণ
-
English Meaning: having or showing a desire to cause harm to someone
-
-
ঘ) Injurious
-
Bangla Meaning: ক্ষতিকর; অপকারী; অহিতকর; অনিষ্টকর
-
English Meaning: inflicting or tending to inflict injury; detrimental
-

0
Updated: 2 weeks ago