In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
উত্তরের বিবরণ
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
Created: 3 weeks ago
A
with finishing
B
finishing
C
finish
D
finished
Complete Sentence: We helped him finish the work.
-
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি।
-
Causative Verb:
-
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়
-
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make
-
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায়
-
-
Structure of Help as a Causative Verb:
-
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension
-
-
Example:
-
We have to help her find her keys
-
-
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয়

0
Updated: 2 weeks ago
What does the idiom "cost a pretty penny" mean?
Created: 3 weeks ago
A
To be free of cost
B
To be very cheap
C
To be very expensive
D
To be moderately priced
Cost a pretty penny একটি idiom, যা বোঝায় কোনো জিনিস অত্যন্ত দামী বা অনেক মূল্যবান হওয়া। সাধারণত এটি কোনো জিনিসের উচ্চ খরচ বা ব্যয় বোঝাতে ব্যবহৃত হয়।
-
Cost a pretty penny (idiom)
English Meaning: To be very expensive
Bangla Meaning: খুব দামি; অনেক মূল্যবান -
Correct Answer: To be very expensive (খুব দামি হওয়া)
-
Other Options:
ক) To be free of cost → বিপরীত অর্থ
খ) To be very cheap → বিপরীত অর্থ
ঘ) To be moderately priced → যথাযথ নয়; উঁচু দাম বোঝায় না -
Example Sentences:
-
That coat must have cost you a pretty penny!
-
His hobby of collecting rare stamps costs him a pretty penny every year.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 1 month ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago