In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic-
A
Consistent
B
Uniform
C
Frequent
D
Scattered
উত্তরের বিবরণ
Sporadic (adjective)
English Meaning: কোনো কিছু নির্দিষ্ট ধারা বা নিয়মে না হয়ে মাঝে মাঝে বা এখানে-ওখানে ঘটছে; একটানা নয়; ছড়ানো। যেমন: sporadic firing (বিক্ষিপ্ত গুলি চালানো)।
Bangla Meaning: মাঝে মাঝে ঘটে বা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
Synonyms (সমার্থক শব্দ): Occasional (মাঝে মাঝে), Irregular (অনিয়মিত), Intermittent (থেমে থেমে), Scattered (ছড়িয়ে ছিটিয়ে থাকা)
Antonyms (বিপরীতার্থক শব্দ): Frequent (প্রায়ই ঘটে এমন), Regular (নিয়মিত), Steady (অবিচল), Continuous (একটানা), Uniform (একই ধরণের), Consistent (ধারাবাহিক ও নিয়মিত)
Other Forms:
-
Sporadically (adverb) — বিক্ষিপ্তভাবে।
Example Sentence:
-
Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
What is the meaning of "Voracious"?
Created: 2 weeks ago
A
Very hungry or greedy
B
Very shy or timid
C
Very slow or lazy
D
Very kind and gentle
• The meaning of "Voracious" is very hungry or greedy.
Voracious (Adj)
-
Bangla Meaning: অত্যন্ত ক্ষুধার্ত বা লোভী; উদগ্র; রাক্ষুসে; সর্বগ্রাসী; সর্বনাশী
-
English Meaning: having a huge appetite : ravenous
• Other options:
খ) Very shy or timid
-
Bangla Meaning: খুব লাজুক বা ভীতু।
গ) Very slow or lazy
-
Bangla Meaning: খুব ধীরগতির বা অলস।
ঘ) Very kind and gentle
-
Bangla Meaning: খুব দয়ালু এবং নম্র।
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
The verb 'succumb' means-
Created: 2 weeks ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 2 weeks ago
'Hold water' means-
Created: 3 months ago
A
Keep water
B
Drink water
C
Bear examination
D
Store water
• "Hold water" means - Bear examination.
• Hold water
English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।
Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago