A
সঞ্জীব চৌধুরী
B
বাপ্পা মজুমদার
C
শাহ্ আবদুল করিম
D
দাশরথি রায়
উত্তরের বিবরণ
শাহ্ আবদুল করিম
শাহ্ আবদুল করিম ছিলেন একজন খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত যাত্রা শুরু হয় বাংলা ভাবধারার বাউল সংস্কৃতির মাধ্যমে।
প্রথমদিকে তিনি বাউল সঙ্গীতের পাশাপাশি ভক্তিমূলক গান, জারি, সারি এবং রাধাকৃষ্ণ সম্পর্কিত পালাগান গাইতেন। তবে জীবনের পরবর্তী সময়ে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে বিশেষ পরিচিতি লাভ করেন।
শাহ্ আবদুল করিম ছিলেন গণচেতনার সঙ্গীতের একজন প্রভাবশালী রচয়িতা, সুরকার ও গায়ক, পাশাপাশি বাউল আঙ্গিকের একজন দক্ষ শিল্পী। কৈশোর থেকেই তিনি গণসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন, যা সম্ভবত তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উদ্ভূত।
তার রচিত বেশ কিছু জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি হলো—
-
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
-
কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
-
গাড়ি চলে না, চলে না, নারে।
-
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
-
গান গাই আমার মনরে বুঝাই।
-
আইলায় না আইলায় নারে বন্ধু।
-
বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়
Created: 9 hours ago
A
শিরোনাম
B
পত্রগর্ভ
C
সম্ভাষণ
D
মূল বক্তব্য
পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।

0
Updated: 9 hours ago
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 4 days ago
A
সংস্কৃত
B
বিদেশি শব্দ
C
দেশি শব্দ
D
তদ্ভব শব্দ
তৎসম শব্দের বানানে মূধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সে জন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।

0
Updated: 4 days ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 days ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago