গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
A
সঞ্জীব চৌধুরী
B
বাপ্পা মজুমদার
C
শাহ্ আবদুল করিম
D
দাশরথি রায়
উত্তরের বিবরণ
শাহ্ আবদুল করিম
শাহ্ আবদুল করিম ছিলেন একজন খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত যাত্রা শুরু হয় বাংলা ভাবধারার বাউল সংস্কৃতির মাধ্যমে।
প্রথমদিকে তিনি বাউল সঙ্গীতের পাশাপাশি ভক্তিমূলক গান, জারি, সারি এবং রাধাকৃষ্ণ সম্পর্কিত পালাগান গাইতেন। তবে জীবনের পরবর্তী সময়ে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে বিশেষ পরিচিতি লাভ করেন।
শাহ্ আবদুল করিম ছিলেন গণচেতনার সঙ্গীতের একজন প্রভাবশালী রচয়িতা, সুরকার ও গায়ক, পাশাপাশি বাউল আঙ্গিকের একজন দক্ষ শিল্পী। কৈশোর থেকেই তিনি গণসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন, যা সম্ভবত তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উদ্ভূত।
তার রচিত বেশ কিছু জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি হলো—
-
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
-
কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
-
গাড়ি চলে না, চলে না, নারে।
-
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
-
গান গাই আমার মনরে বুঝাই।
-
আইলায় না আইলায় নারে বন্ধু।
-
বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
গৌরাঙ্গ
B
সুশ্রী
C
উজ্জ্বল
D
সরস
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো উজ্জ্বল। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
শ্যামল: গৌরাঙ্গ
-
সুশ্রী: কুশ্রী / বিশ্রী
-
সরস: নীরস
উৎস:

0
Updated: 3 weeks ago
__________ না করলে হয়তো সে সত্য কথাটা বলত না।
Created: 2 weeks ago
A
পীড়াপীড়ী
B
পিড়াপীড়ি
C
পীড়াপীড়ি
D
পীড়াপিড়ি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘পীড়াপীড়ি’ হলো শুদ্ধ বানান।
‘পীড়াপীড়ি’ শব্দের অর্থ:
-
বারবার অনুরোধ-উপরোধ বা চাপ প্রয়োগ।
অন্য কিছু শুদ্ধ বানান হলো—
-
অপকর্শ (সঠিক বানান) → অপকর্ষ
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
-
অন্যপুর্বা → অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
শ্বাশত → শাশ্বত
(উৎস:

0
Updated: 2 weeks ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 1 month ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 1 month ago