সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
A
৬
B
২
C
৪
D
৫
উত্তরের বিবরণ
অলঙ্কার হলো কবিতাকে সুন্দর ও অনুভূতিপ্রবণ করার জন্য কবি যে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, সেটাই অলঙ্কার নামে পরিচিত। সাহিত্য ক্ষেত্রে অলঙ্কার মূলত দুই রকমের হয়ে থাকে:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কোন শব্দটি ষ-ত্ব বিধানের নিয়ম মেনে গঠিত?
Created: 1 month ago
A
ভাষণ
B
কৃষক
C
ভাষা
D
আষাঢ়
• 'ঋ' এবং ঋ কারের পর 'ষ' হয়।
যেমন-
- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, ইত্যাদি।
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন-
- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

0
Updated: 1 month ago
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 week ago
A
জল
B
মেঘ
C
আকাশ
D
সমুদ্র
‘অম্বর’ শব্দের প্রতিশব্দ হলো ‘আকাশ’। এটি এমন একটি শব্দ, যা মহাশূন্য বা নীল গম্বুজাকৃত স্থানবিশেষকে বোঝায়, যেখানে সূর্য, চাঁদ, তারা প্রভৃতি অবস্থিত।
‘আকাশ’-এর সমার্থক শব্দসমূহ:
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূন্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক ইত্যাদি।
‘জল’-এর সমার্থক শব্দসমূহ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।
‘মেঘ’-এর সমার্থক শব্দসমূহ:
বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম

0
Updated: 2 weeks ago