A
৬
B
২
C
৪
D
৫
উত্তরের বিবরণ
অলঙ্কার হলো কবিতাকে সুন্দর ও অনুভূতিপ্রবণ করার জন্য কবি যে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, সেটাই অলঙ্কার নামে পরিচিত। সাহিত্য ক্ষেত্রে অলঙ্কার মূলত দুই রকমের হয়ে থাকে:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 weeks ago
'তাপন' শব্দের অর্থ কী?
Created: 2 days ago
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 2 days ago
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 days ago
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
Created: 3 days ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।

0
Updated: 3 days ago